মোঃ রাছেল : সারা বাংলাদেশের সকল পাঠকদের জনপ্রিয় পত্রিকা জাতীয় দৈনিক যায় যায় দিন পত্রিকার ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী কচুয়া উপজেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
বুধবার সকাল কচুয়া পৌরসভা সামনে থেকে আনন্দ মিছিল বেড় হয়ে বাজারের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে ডাক বাংলা মোড়ে এসে শেষ।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ মিছিল কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় দৈনিক যায় যায় দিন পত্রিকা কচুয়া উপজেলা প্রতিনিধি ও কচুয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শান্তুু ধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি রাকিবুল হাসান,সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিসান আহমেদ নান্নু।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, আফাজ-উদ্দীন মানিক,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রচার সম্পাদক আবু সায়েম মৃধা, কার্যকরী কমিটির সদস্য শ্যামল কান্তি ধর, সদস্য আহসান হাবীব সুমন, ফরহাদ চৌধুরী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বক্তরা বলেন, দৈনিক যায় যায় দিন পত্রিকাটির সাফল্য কামনা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এগিয়ে যাওয়ার প্রতয় ব্যক্ত করেছেন, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের লোকজনরা।