ক্যাম্পাস রিপোর্ট : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে ৯ জুন (বৃহস্পতিবার) সকাল ১১ টায় জেলা লিগ্যাল এইড কমিটি, চাঁদপুর শাখার উদ্যোগে সরকারি খরচে আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষামূলক সেশন পরিচালনা করা হয়। ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’- প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশের সভাপ্রধানে শিক্ষামূলক সেশনে প্রধান অতিথি ছিলেন মোঃ সাকিব হোসেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার, চাঁদপুর।
আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কিউ এম হাসান শাহরিয়ার এবং কলেজ ভিজিল্যান্স টিমের শিক্ষকবৃন্দ। চাঁদপুর সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির একাদশ ও দ্বাদশ বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ১২০ জন শিক্ষার্থী শিক্ষামূলক সেশনটি উপভোগ করেন।
প্রধান অতিথি মোঃ সাকিব হোসেন জেলা লিগ্যাল এইড কমিটি চাঁদপুর শাখার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অভিহিত করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার জেলা লিগ্যাল এইড কমিটির মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল, অসহায় জনগণকে দেওয়ানী, ফৌজদারী, পারিবারিকসহ সকল প্রকার মামলায় সরকারি খরচে আইনগত সহায়তা, পরামর্শ ও আপোষ-মিমাংসার সুযোগ প্রদান করছেন।’
নির্ধারিত ফরমে সরাসরি জেলা লিগ্যাল এইড অফিসে বা উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/মেম্বারের মাধ্যমে, কারাগারে আটক ব্যক্তি জেল কর্তৃপক্ষের মাধ্যমে, বিচারাধীন মামলায় আইন সহায়তার জন্য সংশ্লিষ্ট আদালতকে অবগত করার মাধ্যমে আইনগত সহায়তা পাওয়া যায়।
অসচ্ছল ব্যক্তি যার বার্ষিক আয় একলক্ষ টাকার উর্ধ্বে নয়, অক্ষম মুক্তিযোদ্ধা যার বার্ষিক আয় দেড়লক্ষ টাকার উর্ধ্বে নয়, মানব পাচারের শিকার ব্যক্তি, শারীরিক, মানসিক, যৌন নির্যাতনের শিকার কোন নারী ও শিশু, প্রতিবন্ধী ব্যক্তি এবং শিশু, বয়স্ক ভাতা গ্রহণ করছেন এমন ব্যক্তি, দুর্বৃত্ত কর্তৃক এসিড দগ্ধ নারী বা শিশু, বিনা বিচারে আটক ব্যক্তি যিনি আত্মপক্ষ সমর্থনে আর্থিকভাবে অসচ্ছল এবং আইনে নির্ধারিত ব্যক্তি জেলা লিগ্যাল এইড কমিটি থেকে আইনগত সহায়তা পাবেন।
বিস্তারিত জানার জন্য জেলা লিগ্যাল এইড অফিস, জেলা ও দায়রা জজ আদালত ভবন (নীচ তলা, কক্ষ নং-১) চাঁদপুর যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ জেলা লিগ্যাল এইড কমিটি চাঁদপুর শাখা চাঁদপুর সরকারি কলেজে একটি শিক্ষামূলক সেশন পরিচালনা করায় জেলা এইড কমিটির সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘জেলা লিগ্যাল এইড কমিটি ও চাঁদপুর সরকারি কলেজের মধ্যে আজ একটি সেতু বন্ধন রচিত হলো। জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে ভবিষ্যতে এ ধরণের আরো শিক্ষামূলক সেশন হবে বলে আমি প্রত্যাশা করছি’।
শিক্ষামূলক সেশনে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মোঃ সাকিব হোসেন।