নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পুলিশের ব্যাতিক্রমী উদ্যোগের দ্বিতীয় ধাপে পুলিশের কনেস্টবল পদে চাকরী পেলেন হাজীগঞ্জ উপজেলার ৮জন।
বুধবার সকালে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ ও পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ইব্রাহীম খলিল তাদের হাতে ফুল ও মিষ্টি মুখ করিয়ে অভিনন্দন জানান।
কনেস্টবল পদে নিয়োগ পেলেন হাজীগঞ্জ উপজেলার কাশিমপুরের মেহেদী হাছান ও সজিব হোসেন, পূর্ব রাজারগাঁর গ্রামের শিহাব উদ্দিন সাকিব, সুহিলপুরের মোকাররাম হোসেন শাহাদাত, নাসিরকোর্ট এলাকার গোলাম রাব্বী, এনায়েতপুরের ফাহিম হোসেন, রামপুর নওহাটা গ্রামের জয় সাহা ও ধেররা এলাকার শাহনাজ আকতার নীলা।
পুলিশে চাকরী পেতে শুধু মাত্র আবেদন খরচা ও যাতায়াত ব্যয় খরচ হয়েছে বলে তুলে ধরেন তারা।
চাকরী নয়, সেবা–শ্লোগানের কথা তুলে ধরে হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ তাদেরকে পরামর্শ মুলক উপদেশ ও দিক-নির্দেশনা প্রদান করেন।