মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাত নারীর (৫৫) মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর এ ঘটনা ঘটে।
শাহরাস্তি মডেল থানা, হাসপাতাল, স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, স্থানীয়রা শুক্রবার রাত সাড়ে ১১ টার সময় উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারের সামনে অজ্ঞাত এক মহিলাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে শাহরাস্তি মডেল থানায় সংবাদ দেয়। পরে থানার উপ-পরিদর্শক মোঃ মাহদী হাসান তাৎক্ষনিক ওই অচেতন নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওইখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬ টার সময় তাঁর মৃত্যু হয়।
এ প্রসঙ্গে পৌর শহরের অধিবাসীরা জানান, গত কয়েক মাস ধরেই অজ্ঞাত ওই নারী শারীরিকভাবে (মানসিক বিকারগ্রস্ত) বেশে এলাকার মেহের কালিবাড়ি এলাকায় ঘুরাফেরা ও বিভিন্ন স্থানে রাত্রিযাপন করতে দেখা গেছে।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, অজ্ঞাত মহিলার পরিচয় শনাক্তে আঙুলের ছাপ সংগ্রহ করে নির্বাচন কমিশনের কার্যালয়ে পাঠানো হচ্ছ। মরদেহ আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।