১৭ সেপ্টেম্বর “২২ শনিবার বেলা ২টায়, স্থানীয় শাখা কার্যালয় মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার কমিটি গঠন সভা নির্বাহী সদস্য হাফেজ আব্দুস সালাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা ইকবাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি কে.এম ইয়াসিন রাশেদসানী, জেলা ছাত্র আন্দোলন সভাপতি মুহাম্মদ সেলিম হোসাইন।
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে প্রধান অতিথি মুহা ইসমাঈল হোসেনকে সভাপতি,হাফেজ নূর মোহাম্মদ ও মুহাম্মদ মনিরুল ইসলামকে সহ-সভাপতি, মাওলানা ইকবাল হোসাইনকে সেক্রেটারি, মুহা আনোয়ার হোসেনকে জয়েন্ট সেক্রেটারি ও হাফেজ মুহা সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা ও দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।
পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সভা সমাপ্ত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি