রাফিউ হাসান হামজা : শাহরাস্তি উপজেলার ১৭ নং রায়শ্রী উ: ইউনিয়নের ২নং ওয়ার্ড রায়শ্রী গ্রামের কৃতিসন্তান মাষ্টার আজিজুল হক ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর। ২৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি ২ মেয়ে ২ ছেলে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ৬ ভাই ৩ বোনের মাঝে তিনি সবার ছোট। তিনি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক এলাকার পরিচিত মুখ আলহাজ্ব ওবায়দুল হকের ছোট ভাই।
বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে তিনার হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠান নব রবি শিক্ষালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মানুষ গড়ার কারিগর ব্যক্তিটি মরনব্যাধি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন।দীর্ঘদিন যাবত ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।মুসলিম ও হিন্দু সকলে কান্নায় ভেঙ্গে পড়েন।জানাযায় ছুটে আসেন দূরদূরান্ত থেকে ছাত্র,সহপাঠী, সহকর্মী ও আত্মীয়স্বজনসহ অনেকে।
শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব মোস্তফা কামাল,সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, ইউনিয়ন চেয়ারম্যান মোশারফ হোসেন মুশু,এ.এস.পি শেখ শাহজাহান,বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসাইন,পাঁচথুবী আহমদিয়া ফাজিল মাদ্রাসার আবরি বিভাগের অধ্যাপক মাওলানা হেদায়েত উল্যাহ,চন্ডিপুর দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা মহিউদ্দিন,রায়শ্রী দঃ পাড়া বায়তুল মামুর জামে মসজিদের খতিব মাওলানা শেখ মিজানুর রহমান, আব্দুল মজিদ স্কুলের প্রধান শিক্ষক গাজী সালা উদ্দিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, শিক্ষানুরাগী মাষ্টার আজিজুল হক কর্মজীবনের শুরুতে রায়শ্রী শিশু শিক্ষা নিকেতন যাহা বর্তমানে শেখ শাহজাহান আদর্শ বিদ্যালয় নামে পরিচিত উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ছিলেন। পরবর্তীতে নিজে প্রতিষ্ঠা করেন রায়শ্রী নব রবি শিক্ষালয় ও এর প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন।সর্বশেষ তিনি চন্ডিপুর মহিলা দাখিল মাদ্রাসার অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।