চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদকে পিপিএম বারকে শাহরাস্তিতে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
একই সময় জেলা পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) সভাপতি ডাঃ আফসানা শর্মীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় ।
শনিবার রাত সাড়ে ১০টায় শাহরাস্তি থানার আয়োজনে থানা মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
শুরুতে সংবর্ধিত অতিথিকে শাহরাস্তি থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট – উপহার দিয়ে সিক্ত করা হয়।
পরে শাহরাস্তি থানা পুলিশ পরিদর্শক (ওসি) তদন্ত খায়রুল আলমের সঞ্চালনায় শাহরাস্তি থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেনের সভাপ্রদানে এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিদায়ী পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার।
তিনি বক্তব্য বলেন, পুলিশ প্রশাসনের চাকরিতে সবাইর মন রক্ষা করা সম্ভব হয়ে উঠেনা। আমার চাঁদপুরের কর্মময় জীবনের কাজের সময়ের মুল্যায়ন আপনারা অবশ্যই করবেন। আমি আপনাদের আপন মনে করে সব সময় কাজ করেছি। আমার অবর্তমানে আপনারা অবশ্যই এর মূল্যায়ন করবেন। যদি আমাকে ভালোভাবে স্মরণ করেন সেটি হবে আমার কর্মময় জীবনে বড় প্রাপ্তি। বর্তমানে অপরাধ প্রবণতার ধরন পরিবর্তন হওয়ায় পুলিশের চাকরি হয়ে উঠেছে চ্যালেঞ্জিং।
এছাড়া তিনি আরো বলেন চাঁদপুরের তিনি যা ভাল কাজ করেছেন তা সম্ভব হয়েছে মানুষের সহযোগিতা দরুন।
পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী কর্মস্থলের নিজের জন্য সকলের দোয়া কামনা করে বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় চৌধুরী, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে, শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, কচুয়া সার্কেলের পুলিশ পরিদর্শক মারমা সিং ত্রিপুরা, শাহরাস্তি থানার উপপরিদর্শক মোঃ রোকনউদ্দিন, সহকারী উপপরিদর্শক তানিয়া আক্তার প্রমূখ।
আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ )মনিষ কুমার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, হাজীগঞ্জ থানার ওসি মোঃ আঃ রশিদ, মতলব দক্ষিণ থানার ওসি সাইদুর রহমান।