চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) মৈশাদী ইউনিয়ন পরিষদের হলরুমে মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি তার বক্তব্যে বলেন, দলের মধ্যে মনে মনে ক্ষোভ রাখা যাবেনা, সকলকে ক্ষোভ থেকে দূরে থাকতে হবে। আমাদের রাষ্ট্রীয় উন্নয়নে কোন আপোস নাই। আমাদের চাঁদপুরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
গতকাল চাঁদপুরে মেডিকেল কলেজের জন্য একনেকে অনুমোদন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। নাসিং ইনস্টিটিউট অনুমোদন হয়েছে। সবই এ সরকারের উন্নয়ন। এ ইউনিয়নে সব রকমের সুবিধা সহ প্রায় সাড়ে ৮ হাজার লোক সরকার থেকে বিভিন্ন সামাজিক সুবিধা পায়। কারা সুবিধা পায় তার তালিকা প্রকাশ করা দরকার। আমরা বিভিন্ন ভাতার জন্য অনেকে চেয়ারম্যান মেম্বারদের কাছে যাই। এখন সরকার একটা অনলাইন আবেদন নিচ্ছে, ১০ তারিখের মধ্যে আবেদন করতে হবে। তাই ভাতার জন্য এখন কারো কাছে ঘুরতে হবে না। প্রতিবন্ধী ভাতা নেওয়ার জন্য লোক নাই। সরকার সকল প্রতিবন্ধীকে ভাতা দিচ্ছে।
তিনি বলেন, প্রকল্প দিলে ঠিকাদারের মাধ্যমে কাজ সম্পন্ন করা যায়। আপনারা প্রতি ওয়ার্ডে একটা করে প্রকল্প নেন, যেটা আমি এ বছর বাস্তবায়নের চেষ্টা করবো। দেশে উন্নয়ন বন্ধ নাই। রাস্তাঘাটসহ সকলস্থানে উন্নয়ন হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ মাটি আমার। দেশের উন্নয়নে কাজ করে যেতে চাই। তারেক জিয়ারা যে দল করে জামায়াত-বিএনপিসহ এরা যদি ক্ষমতায় আসে, তাদের প্রধানমন্ত্রী কে হবে, তারা তা জানেনা। দেশকে নিরাপদ ও হেফাজত রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নাই। আমাদের গর্ব শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির নেতৃত্বে চাঁদপুর ও হাইমচরে ব্যাপক উন্নয়ন হয়েছে। মৈশাদীতে আওয়ামী লীগের অবস্থান আগের থেকে অনেক ভালো। যে যখন দায়িত্ব পালন করে, তার উপর কাজের চাপ বেশি থাকবে। কারো সাথে কারো দুরুত্ব থাকতে পারে। দলীয় কোন ব্যক্তির সাথে মনমালিন্য হলেও দলের কোন ক্ষতি করা যাবে না। ওয়ার্ডে কমিটির মিটিং করতে হবে। মৈশাদীতে প্রত্যেক কেন্দ্রভিত্তিক মিটিং করতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহালম মিয়াজী’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আলী আশ্বাদ মিয়াজী, সাবেক সহ-সভাপতি শহিদুৃল্লাহ মাষ্টার, মাহবুব পাটওয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরুল ইসলাম পাটওয়ারী, ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম স্বপন, মো: বোরহান বেপারী, ওমর খৈয়ম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মনির হোসেন বিদ্যুত, সাংগঠনিক সম্পাদক মো: মোস্তফা গাজী, সদস্য কবির খান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম খান, সাধারণ সম্পাদক মাসুদ শেখ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুল গনি জিলন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম গাজী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ জমাদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির সরদার, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী রামকৃষ্ণ দাস, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আজাদ খান, যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম মিঠু, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহেদা বেগম, সাধারণ সম্পাদক শিল্পী বেগম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মৃধা।
ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা হাফেজ জাবের হোসেন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুর রহমান খান, আওয়ামীলীগ নেতা ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মো: ফারুক সরকার, আওয়ামীলীগ নেতা মো: ইসমাঈল হোসেন সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।