শাহরাস্তির সৌদি আরব প্রবাসী মাহফুজুর রহমান ২৮ নামে এক রেমিট্যান্স যোদ্ধা কুমিল্লায় মোটর বাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।
শনিবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বিশ্বরোড নুরজাহান হোটেলের সম্মুখে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী, হাসপাতাল, নিহতের পরিবার সূত্র জানায়,চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউপির মনিপুর গ্রামের জাগার মিয়া সরকারের বাড়ির মৃত কলিমুল্লাহর পুত্র তিনি। ওইদিন সকালে মাহফুজ তার এক প্রবাসী বন্ধুর বিদেশ থেকে আনা মালামাল সামগ্রী পৌঁছে দিতে একটি (আর ওয়ান-৫) বাইক নিয়ে বাসা থেকে বের হয়।
পরে দুপুরে তিনি কুমিল্লা নুরজাহান হোটেলের সম্মুখে পৌঁছালে বিপরীত থেকে প্রান কোম্পানির একটি কাভার্ডভ্যান তার বাইকটিকে স্বজরে ধাক্কা দেয়।এতে তার বাইকটি দুমড়ে মুচড়ে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে তার চাচাতো ভাই ভোলদীঘি কামিল মাদ্রাসার আইসিটি শিক্ষক গণমাধ্যম কর্মী, হাসান আহমেদ জানান,তিনি মাহফুজ সম্প্রতি সৌদি আরব থেকে বাড়িতে আসেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, মা, ছোট দুই ভাই, একমাত্র পুত্র সন্তান জিসানকে রেখে যান ।
পরে দিনভর আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে শনিবার রাত ৮টায় নামাজে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।