সজীব খান : মহান বিজয় দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক কর্মসূচি পালিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কে ‘অঙ্গীকার’ পাদদেশে ৫০বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। একই সময়ে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর একই স্থানে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি’র পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ জেলা প্রশাসনের পক্ষে ডিসি অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশের পক্ষে এসপি মো. মিলন মাহমুদ, নৌ পুলিশ, পিবিআই চাঁদপুর জেলা, সিআইডি চাঁদপুর জেলা, চাঁদপুর রেলওয়ে থানা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটি চাঁদপুর, প্রেসক্লাব চাঁদপুর, সিভিল সার্জন চাঁদপুর, চেয়ারম্যান জেলা পরিষদ চাঁদপুর, জেলা কারাগার, আনসার ও ভিডিপি চাঁদপুর, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চাঁদপুর, চাঁদপুর সরকারি জেনারেল হসপিটাল, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন চাঁদপুর সদর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুর, চাঁদপুর পৌরসভার পক্ষে পুষ্পস্তবক অর্পণে নেতৃত্বদেন মেয়র মো. জিল্লুুর রহমান।
পুষ্পস্তবক অর্পণ করেন পরিবার পরিকল্পনা বিভাগ চাঁদপুর, হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর চাঁদপুর, জেলা সমবায় কার্যালয় চাঁদপুর, স্বাচিপ চাঁদপুর, বিএমএ চাঁদপুর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর, সদর থানা মহিলা আওয়ামী লীগ, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবি চাঁদপুর, ড্যাপোডিল ইন্টারন্যাশনাল কলেজ চাঁদপুর, পপুলার লাইফ উন্স্যুরেন্স কোম্পানী চাঁদপুর, গণপূর্ত বিভাগ চাঁদপুর, এলজিইডি চাঁদপুর, সরকারি আইন কর্মকর্তা চাঁদপুর, চাঁদপুর জেলা আইনজীবী সমিতি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২, চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস।
এছাড়াও সরকারি অন্যান্য দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকাল সাড়ে ৮টায় চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয় জেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহন। এছাড়ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মসূচি পর্যায়ক্রমে পালিত হবে।