এস. এম ইকবাল : মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাতারস্থ আ’লীগের সিনিয়র সহ- সভাপতি, শিল্পপতি ও সমাজ সেবক সিআইপি জালাল আহমেদের পক্ষে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দিবসের প্রথম প্রহরে সিআইপি জালাল আহমেদের পক্ষে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে বাসস্ট্যান্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সিআইপি জালাল আহমেদের ছোট ভাই ও সাবেক ছাত্রলীগ নেতা সাহাবুদ্দিন শাবু, উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিব, যুবলীগ নেতা ইসমাইল হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সজিব, যুবলীগ নেতা ওমর ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা রিপন পাটওয়ারী, গাজী সেলিম, নুরুন্নবী সাউদ, এমএম সোহেল রানা, মিরাজ হোসেন যুবলীগ নেতা মাসুম পাটওয়ারী, আরিফ মিজি প্রমূখ।