মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে ১০ কেজি গাঁজা (মাদকসহ) ফরিদপুরের দুই যুবককে আটক করেছে পুলিশ ।
বুধবার (৩-নভেম্বর) চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কাকৈরতলা বাজার এলাকার গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা সংলগ্নস্থান থেকে তাদেরকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নানের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে সন্দেহভাজন ওই দুই যুবককে শাহরাস্তি মডেল থানার (এস আই )মাহাদি হাসান, জনি কান্তি দে ও সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা ও একটি মোটরবাইক জব্দ করে। এ কাজে সার্বিক সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানা ওসি তদন্ত মোরশেদুল আলম ভূঁইয়া ।
আটককৃতরা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাউলুবেড়া ইউপির ৩নং ওয়ার্ডের পিরানপুর গ্রামের মৃত হারুন মাতাব্বর পুত্র মোঃ সোহেল (২৭) , আরেক জন একই জেলার শিবচর উপজেলার সিকদার কান্দি ইউপির ৫ নং ওয়ার্ডের কুতুবপুর গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র মোঃ রাসেল (২৬) ।
পুলিশ অভিযুক্তদের বিষয়ে মাদক আইনে একটি মামলা রুজু করে, যার নং( ১) -০৩/১১/২১। ধৃতদের ওই দিন চাঁদপুর কোট হাজতে প্রেরণ করা হয়েছে।