কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও জাতীয় পুষ্টি সেবা,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের অর্থায়ন ও সহযোগীতায় ঘরের তৈরী শিশুর পরিপূরক খাবার বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার মনপুরা কমিউনিটি ক্লিনিকে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজন কুমার দাস।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ব্রজ পোদ্দার,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী শাহাদাত খান, কমিউনিটি হেলথ প্রো: নাছরিন আক্তার,ইকবাল হোসেন, স্বাস্থ্য সহকারী বিউটি বেগম,আমেনা পাটওয়ারী, এফডাব্লিউ এ হামিমা আক্তার প্রমুখ।
এসময় কমিউনিটি ক্লিনিকে আগত রোগীদের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
