নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ এই স্লোগানে কচুয়া আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকয়ো দিবস উপলক্ষ্যে ‘‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’’ শীর্ষক কার্যক্রমের আওতায় আলোচনা সভা ও সফল জয়িতাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল শনিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদ মিলনায়তনে ৪জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালীনি কর্মকারের সভাপতিত্বে ও সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলামের সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইকবান হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া,উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিউলি আক্তার, জয়িতা হাসিনা পারভীন ও আমেনা বেগম প্রমুখ।

জয়িতারা হলেন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে উপজেলার দোঘর সপ্রাবির প্রধান শিক্ষক হাসিনা পারভীন, সফল জননী মনোয়ার বেগম, সমাজের নারী নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে নারীদের অধিকার আদায়ের বিশেষ অবদানে আমেনা আক্তার ও সমাজ উন্নয়নে কাজে পরিচিত লাভে সফল নারী হিসেবে রজ্জবের নেছা।
আলোচনা শেষে জয়িতাদের মাঝে ক্রেস্ট,সনদ ও উপহার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।