ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
আক্কাছ আলী, আ‌জি‌মিয়া ও আক্কাছ আলী সপ্রা‌বি‌তে বই উৎসব

তোমরা লেখাপড়া করে দেশ ও জা‌তির জন‌্য কাজ কর‌বে : আবু নঈম পাটওয়ারী দুলাল

বই উৎস‌বে ইং‌রেজী বছ‌রের প্রথম দিন আক্কাছ আলী‌ রেলও‌য়ে একা‌ডে‌মি, বিষ্ণ‌ুদী আ‌জি‌মিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় ও আক্কাছ আলী‌ রেলও‌য়ে সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে শিক্ষার্থী‌দের মা‌ঝে নতুন চাররঙ্গা বই বিতরণ করা হ‌য়ে‌ছে।
গতকাল ১ জানুয়ারি সোমবার সকা‌লে ৩টি শিক্ষা প্রতিষ্ঠা‌নে বই‌ বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও আক্কাছ আলী‌ রেলও‌য়ে একা‌ডে‌মির ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় তি‌নি ব‌লেন, জন‌নেত্রী শেখ হা‌সিনা তোমা‌দের বছ‌রের প্রথম দিন নতুন বই উপহার দেয়। যা‌তে ক‌রে তোমরা শিক্ষায় শি‌ক্ষিত হ‌য়ে আ‌লো‌কিত মানুষ হি‌সে‌বে গ‌ড়ে উ‌ঠো। আজ‌কে তোমা‌দের অ‌ভিনন্দন জানা‌চ্ছি। পৃ‌থিবীর কোন দে‌শে এ ন‌জির নেই যেখা‌নে বছ‌রের প্রথ‌মে শিক্ষার্থী‌দের বিনামূ‌ল্যে বই বিতরণ করা হয়। লেখাপড়া করে দেশ ও জা‌তির জন‌্য কাজ কর‌বে। পড়াশুনায় মন‌যোগী হ‌য়ে ভাল ফলাফল ক‌রে স্কু‌লের সম্মান ব‌য়ে আন‌বে।
তিনি বলেন, বিশ্বের কোথাও আমাদের দেশের মতো বিনামূল্যে বই বিতরণ করা হয় না। জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সাথে বছরের প্রথম দিন বই বিতরণ কার্যক্রম শুরু করেন। আজ দেশের ৪ কোটি শিক্ষার্থীর হাতে ৩৪ কোটি নতুন বই তুলে দেওয়া হচ্ছে। কিছু লোক প্রপাকান্ডা ছড়ানো হয়েছে জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিন বই দিতে পারবেন না। সকলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভাল মানুষ হওয়ার চেষ্টা করবে। তবেই দেশ ও সমাজ তোমার কাছ থেকে উপকৃত হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা সব সময় পরিচ্ছন্ন থাকবে, নিয়মিত স্কুলে আসবে। শিক্ষক ও বাবা মার কথা সব সময় শুনবে। গুরুজনকে সম্মান করবে ও ছোটদেরকে স্নেহ করবে। অযথা অর্থ খরচ না করে অর্থ সঞ্জয়ে মনোযোগী হবে।
আক্কাছ আলী‌ রেলও‌য়ে একা‌ডে‌মির বই বিতরণ অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব করেন বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক গোফরান হোসেন।
বিষ্ণ‌ুদী আ‌জি‌মিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়ের অনুষ্ঠা‌নে প্রধান শিক্ষক হোস‌নে আরা, সহকারী শিক্ষক কাজী খোদেজা, মাহবুবুা সুলতানা, না‌র্গিস বেগম, অর্পনা রানী বিশ্বান, শাহনাজ পারভীন, আছমা আক্তার, আ‌বিদা সুলতানা, সুমাইয়া সুলতানা, প‌পি রানী উপ‌স্থিত ছি‌লেন।
ট্যাগস :

১০ দিনেও উদঘাটন হয়নি চাঁদপুরে আবাসিক হোটেলে রুবেলের মৃত্যুর রহস্য

আক্কাছ আলী, আ‌জি‌মিয়া ও আক্কাছ আলী সপ্রা‌বি‌তে বই উৎসব

তোমরা লেখাপড়া করে দেশ ও জা‌তির জন‌্য কাজ কর‌বে : আবু নঈম পাটওয়ারী দুলাল

আপডেট সময় : ০৮:৩২:১৩ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪
বই উৎস‌বে ইং‌রেজী বছ‌রের প্রথম দিন আক্কাছ আলী‌ রেলও‌য়ে একা‌ডে‌মি, বিষ্ণ‌ুদী আ‌জি‌মিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় ও আক্কাছ আলী‌ রেলও‌য়ে সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ে শিক্ষার্থী‌দের মা‌ঝে নতুন চাররঙ্গা বই বিতরণ করা হ‌য়ে‌ছে।
গতকাল ১ জানুয়ারি সোমবার সকা‌লে ৩টি শিক্ষা প্রতিষ্ঠা‌নে বই‌ বিতরণ অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন জেলা আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক ও আক্কাছ আলী‌ রেলও‌য়ে একা‌ডে‌মির ম‌্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি বীর মু‌ক্তি‌যোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
এ সময় তি‌নি ব‌লেন, জন‌নেত্রী শেখ হা‌সিনা তোমা‌দের বছ‌রের প্রথম দিন নতুন বই উপহার দেয়। যা‌তে ক‌রে তোমরা শিক্ষায় শি‌ক্ষিত হ‌য়ে আ‌লো‌কিত মানুষ হি‌সে‌বে গ‌ড়ে উ‌ঠো। আজ‌কে তোমা‌দের অ‌ভিনন্দন জানা‌চ্ছি। পৃ‌থিবীর কোন দে‌শে এ ন‌জির নেই যেখা‌নে বছ‌রের প্রথ‌মে শিক্ষার্থী‌দের বিনামূ‌ল্যে বই বিতরণ করা হয়। লেখাপড়া করে দেশ ও জা‌তির জন‌্য কাজ কর‌বে। পড়াশুনায় মন‌যোগী হ‌য়ে ভাল ফলাফল ক‌রে স্কু‌লের সম্মান ব‌য়ে আন‌বে।
তিনি বলেন, বিশ্বের কোথাও আমাদের দেশের মতো বিনামূল্যে বই বিতরণ করা হয় না। জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সাথে বছরের প্রথম দিন বই বিতরণ কার্যক্রম শুরু করেন। আজ দেশের ৪ কোটি শিক্ষার্থীর হাতে ৩৪ কোটি নতুন বই তুলে দেওয়া হচ্ছে। কিছু লোক প্রপাকান্ডা ছড়ানো হয়েছে জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিন বই দিতে পারবেন না। সকলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভাল মানুষ হওয়ার চেষ্টা করবে। তবেই দেশ ও সমাজ তোমার কাছ থেকে উপকৃত হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমরা সব সময় পরিচ্ছন্ন থাকবে, নিয়মিত স্কুলে আসবে। শিক্ষক ও বাবা মার কথা সব সময় শুনবে। গুরুজনকে সম্মান করবে ও ছোটদেরকে স্নেহ করবে। অযথা অর্থ খরচ না করে অর্থ সঞ্জয়ে মনোযোগী হবে।
আক্কাছ আলী‌ রেলও‌য়ে একা‌ডে‌মির বই বিতরণ অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব করেন বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক গোফরান হোসেন।
বিষ্ণ‌ুদী আ‌জি‌মিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয়ের অনুষ্ঠা‌নে প্রধান শিক্ষক হোস‌নে আরা, সহকারী শিক্ষক কাজী খোদেজা, মাহবুবুা সুলতানা, না‌র্গিস বেগম, অর্পনা রানী বিশ্বান, শাহনাজ পারভীন, আছমা আক্তার, আ‌বিদা সুলতানা, সুমাইয়া সুলতানা, প‌পি রানী উপ‌স্থিত ছি‌লেন।