ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সেবায় বেজায় খুশি শাহরাস্তির শতবর্ষী বৃদ্ধ মান্নান

শাহরাস্তিতে আব্দুল মান্নান মিয়া ( ১০২) শতবর্ষের উর্ধ্বে বয়সী এক বৃদ্ধ এসিল্যান্ড অফিসের তাৎক্ষণিক সেবা পেয়ে খুশিতে পঞ্চমুখ ।
মঙ্গলবার সকালে পৌর শহরের সাহাপুর সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে তাৎক্ষণিক ভূমি সংক্রান্ত সেবা পেয়ে তিনি এই খুশির বিষয়টি স্থানীয়দের মাঝে প্রকাশ করেন।
সেবা পাওয়া বৃদ্ধ  ও সংশ্লিষ্ট কার্যালয়ের সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি পৌরসভার ঘুঘুর শাল মহল্লার মৃত আব্দুল হামিদের শতবর্ষের উর্ধ্বে বয়সি পুত্র আব্দুল মান্নান মিয়া ভূমি সংক্রান্ত সেবা নিতে অত্র  কার্যালয়ে আসেন।
ওই সময় তার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত এর চাঁদপুর ল্যান্ড সার্ভে মামলা নং ৪০৪৪/২০১৪ এর ডিক্রীর আলোকে উপজেলা ভূমি অফিস শাহরাস্তি চাঁদপুর বিবিধ মামলা নং ৮৬/২০২৩-২৪ নিজ নামে রেকর্ড লিপিবদ্ধ সেবা গ্রহণের জন্য অত্র কার্যালয় আসেন। ওই মোতাবেক সাহাপুর ইউনিয়ন ভূমি অফিসাধীন ৪২ নং ঘুঘুশাল মৌজার বি.এস ২৪৮ নং খতিয়ান হতে ৩৬৭ নং দাগে ০.২৭০০ একর, ৫০৮ নং দাগে ০.৪৮০০ একর, ৫০৬ নং দাগে ০.০৬০০ একুনে ০.৮১০০ একর ভূমি কর্তনক্রমে বাদীর নামে পৃথক খতিয়ান খোলার রায় ও ডিক্রী প্রদান প্রত্যাশা করেন।
পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী কর্মজীবনের প্রথম প্রহরে ১০২ বছর বয়সী প্রবীণবৃদ্ধ আব্দুল মান্নানকে দেখে দ্রুত বিধি মোতাবেক সেবা প্রদানের জন্য  সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
ওই সময় বৃদ্ধ মান্নান তার কাঙ্খিত সেবা পেয়ে খুশিতে মুগ্ধ হয়ে যান।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, জীবনের প্রথম শতাব্দী অতিক্রম করা এ প্রবীণ ব্যক্তি উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসলে ওনাকে তাৎক্ষণিক সেবা প্রদানের ব্যবস্থা করি।
এছাড়া নশ্বর জীবনে এক শতাব্দী অতিবাহিত করে কালের সাক্ষী হিসেবে নতুন আরেক শতকে পা দেওয়ায় ওই প্রবীণ ব্যক্তিকে সুস্বাস্থ্য কামনা করে অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য,  শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে যোগদান করার পর থেকে এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরী নানা জনহিত কর কাজ করে প্রশংসার জোয়ারে ভাসছেন। ওই হিসেবে তার কর্মময় জীবনের ভালো কাজের ঝুলিতে এই কর্মটি যুক্ত হলো।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্কুলের শ্রেণিকক্ষে ‘আপত্তিকর’ অবস্থায় ছাত্রীসহ প্রধান শিক্ষক আটক

এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরীর সেবায় বেজায় খুশি শাহরাস্তির শতবর্ষী বৃদ্ধ মান্নান

আপডেট সময় : ১০:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪
শাহরাস্তিতে আব্দুল মান্নান মিয়া ( ১০২) শতবর্ষের উর্ধ্বে বয়সী এক বৃদ্ধ এসিল্যান্ড অফিসের তাৎক্ষণিক সেবা পেয়ে খুশিতে পঞ্চমুখ ।
মঙ্গলবার সকালে পৌর শহরের সাহাপুর সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে তাৎক্ষণিক ভূমি সংক্রান্ত সেবা পেয়ে তিনি এই খুশির বিষয়টি স্থানীয়দের মাঝে প্রকাশ করেন।
সেবা পাওয়া বৃদ্ধ  ও সংশ্লিষ্ট কার্যালয়ের সূত্র জানায়, ওইদিন শাহরাস্তি পৌরসভার ঘুঘুর শাল মহল্লার মৃত আব্দুল হামিদের শতবর্ষের উর্ধ্বে বয়সি পুত্র আব্দুল মান্নান মিয়া ভূমি সংক্রান্ত সেবা নিতে অত্র  কার্যালয়ে আসেন।
ওই সময় তার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত এর চাঁদপুর ল্যান্ড সার্ভে মামলা নং ৪০৪৪/২০১৪ এর ডিক্রীর আলোকে উপজেলা ভূমি অফিস শাহরাস্তি চাঁদপুর বিবিধ মামলা নং ৮৬/২০২৩-২৪ নিজ নামে রেকর্ড লিপিবদ্ধ সেবা গ্রহণের জন্য অত্র কার্যালয় আসেন। ওই মোতাবেক সাহাপুর ইউনিয়ন ভূমি অফিসাধীন ৪২ নং ঘুঘুশাল মৌজার বি.এস ২৪৮ নং খতিয়ান হতে ৩৬৭ নং দাগে ০.২৭০০ একর, ৫০৮ নং দাগে ০.৪৮০০ একর, ৫০৬ নং দাগে ০.০৬০০ একুনে ০.৮১০০ একর ভূমি কর্তনক্রমে বাদীর নামে পৃথক খতিয়ান খোলার রায় ও ডিক্রী প্রদান প্রত্যাশা করেন।
পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী কর্মজীবনের প্রথম প্রহরে ১০২ বছর বয়সী প্রবীণবৃদ্ধ আব্দুল মান্নানকে দেখে দ্রুত বিধি মোতাবেক সেবা প্রদানের জন্য  সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
ওই সময় বৃদ্ধ মান্নান তার কাঙ্খিত সেবা পেয়ে খুশিতে মুগ্ধ হয়ে যান।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি রেজওয়ানা চৌধুরী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, জীবনের প্রথম শতাব্দী অতিক্রম করা এ প্রবীণ ব্যক্তি উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসলে ওনাকে তাৎক্ষণিক সেবা প্রদানের ব্যবস্থা করি।
এছাড়া নশ্বর জীবনে এক শতাব্দী অতিবাহিত করে কালের সাক্ষী হিসেবে নতুন আরেক শতকে পা দেওয়ায় ওই প্রবীণ ব্যক্তিকে সুস্বাস্থ্য কামনা করে অভিনন্দন জানানো হয়।
উল্লেখ্য,  শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার ভূমির কার্যালয়ে যোগদান করার পর থেকে এসিল্যান্ড রেজওয়ানা চৌধুরী নানা জনহিত কর কাজ করে প্রশংসার জোয়ারে ভাসছেন। ওই হিসেবে তার কর্মময় জীবনের ভালো কাজের ঝুলিতে এই কর্মটি যুক্ত হলো।