চাঁদপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘সোনার বাংলা বিনির্মাণে ভাষা আন্দোলনের গুরুত্ব’ শীর্ষক সেমিনার কলেজের রাজু ভবনের ব্যবস্থাপনা বিভাগের ৩১৬ নং কক্ষে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হয়।
বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ হারুন-অর রশীদের সভাপতিত্বে সহকারী অধ্যাপক মোঃ বিল্লাল হোসেনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ শেখ মোঃ খলিলুর রহমান এবং শিক্ষক পরিষদ সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক মোঃ নাজিম উদ্দিন। উপস্থাপিত প্রবন্ধের উপর আলোচনা করেন সহযোগী অধ্যাপক ড. নিখিল চন্দ্র সাহা।
প্রবন্ধে মহান ভাষা আন্দোলনের ঐতিহাসিক পটভূমি, একুশের চেতনা, সোনার বাংলা বিনির্মাণে ভাষা আন্দোলনের গুরুত্ব, স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
জাতিগত অত্যাচারের বিরুদ্ধে, জনতার গণতান্ত্রিক অধিকারের জন্য দুনিয়া জুড়ে, মানুষের যুগ যুগ ব্যাপী যে সংগ্রাম, বায়ান্নর ভাষা আন্দোলন তাকে নতুন চেতনায় উন্নীত করেছে বলে সেমিনারে আলোচকগণ অভিমত ব্যক্ত করেন।
সেমিনার শেষে বিভাগীয় প্রধান মোঃ হারুন-অর রশীদ আমন্ত্রিত বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত থেকে সেমিনারটিকে প্রাণবন্ত করে তোলায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।