চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মরহুম মোরশেদ আলম মিয়া স্মৃতি ডে-নাইট লং মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬ ফেব্রুয়ারি রাতে ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ও আইনজীবী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন।
তিনি বলেন, তরুণরা খেলাধুলায় থাকলে মাদক থেকে ফিরে আসবে, মাদকের সাথে জড়িত হবে না। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে মাদকাসক্ত নিরাময় করতে হবে। সমাজ থেকে কুসংস্কার, অন্যায়-অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই, তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই।
হুমায়ুন কবির সুমন বলেন, একমাত্র খেলাধুলাই পারে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড এবং মাদক,সন্ত্রাস ও জঙ্গীবাদ থেকে দুরে রাখতে এবং বাংলাদেশ কে সোনার বাংলা হিসেবে রুপান্ত করতে।খেলাধুলা মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম।
খেলায় উদ্বোধক করেন, চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাদী ইউনিয়ন যুবলীগের আহবায়ক আব্দুল আজিজ পাঠান, সাবেক সভাপতি নান্নু মিয়াজী, পশ্চিম সকদী ডি, বি,উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাদ্দাম হোসেন পাটওয়ারী, বাগাদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য পারুল আক্তার, যুবলীগ নেতা রাজু মিজি, সাদ্দাম মিজি, সাহেদ পাটওয়ারী, ছাত্রলীগ নেতা পারভেজ মিজি ও আবির পাঠান সহ টূর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য বৃন্দ।
ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় বঙ্গধারা ক্রিকেট একাদশ এবং রানার্স আপ হয় নানুপুর ক্রিকেট একাদশ।