ঢাকার মিরপুর-১ এলাকায় ফার্নিচার কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডে গুরুতর আহত চাঁদপুরের অসহায় মোহাম্মদ আক্তার খানের চিকিৎস্বার্থে পাশে দাঁড়াতে সমাজের বৃত্তশালী কিংবা সামাজিক সংগঠনের নিকট আকুতি জানিয়েছেন তার পরিবার।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের টাহরখিল খান বাড়ির বাসিন্দা মৃত আব্দুল হাকিম খান এর মেজো ছেলে মোহাম্মদ আকতার খান রাজধানীর মিরপুর-১ এর মধ্য পাইকপাড়া জোনাকি রোড এলাকায় ফার্নিচার কারখানায় কাজ করে আসছিলেন। গত বুধবার (৬ মার্চ) দিবাগত রাতের যেকোন সময় আগুন লেগে গুরুতর আহত হয়ে বিছানায় কাতরাচ্ছেন।
তিন কন্যা সন্তানের জনক মোহাম্মদ আকতার খান অগ্নিকান্ডে গুরুতর আহত হয়ে এখন নিজ বাড়িতে টাকার অভাবে চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন।
সেই সাথে পরিবারের একমাত্র উপার্জনক্ষম এই ব্যক্তির সংসারেও এখন অভাবের ছাপ। কোমলমতি তিন মেয়ে সন্তানের মধ্যে বড় মেয়ের বয়স মাত্র ৮ বছর। অবুঝ তিন সন্তানের আবদার পূরণে ব্যর্থ হতভাগা এই বাবা।
অসহায় এই ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়াতে সমাজের ধর্ণাঢ্য ব্যক্তি কিংবা সামাজিক সংগঠনের কাছে আকুতি জানিয়েছেন মোহাম্মদ আকতার খান। সাহায্য পাঠাতে নিচের 01882-861146 (বিকাশ) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ রইলো।
অথবা উক্ত প্রতিবেদকের 01830-885000 এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন।