চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ করবন্দ খান বাড়ির বাসিন্দা ও নৌ বাহিনীর সাবেক কর্মকর্তা মোঃ কামাল হোসেন খানের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) পাঁচ শতাধিক মানুষের আয়োজনে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে পরিবারের সকল সদস্য সহ বাড়ির প্রয়াত ব্যক্তি ও এলাকার সকল কবরবাসীদের জন্য দোয়া করা হয়।
এতে আশপাশের লোকজন সহ বিভিন্ন স্থান থেকে আগত প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

উক্ত ইফতার মাহফিলে বাংলাদেশ নৌ বাহিনীর সাবেক কর্মকর্তা মোঃ কামাল হোসেন খান, বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য মোঃ ফারুক হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার অংশগ্রহণ করেন।