চাঁদপুরের মতলব দক্ষিণে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন কাজিয়ারা সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা এলাকায় সংগঠনের কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল তৈল, ছোলা-বুট, মুড়ি, চিনি, বেসন, খেজুর ও মুশুরির ডাল।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ সায়েদুল হক মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াছিউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, খর্গপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. হারুনুর রশিদ, সংগঠনের উপদেষ্টা মো. শাহ আলম সরকার, মো. শামছুউদ্দিন খন্দকার, মো. মনির হোসেন বেপারী, আব্দুল মান্নান মেম্বার, শিপন মৃধা, আলী নেওয়াজ, মোস্তফা প্রধান, মোঃ গিয়াস উদ্দিন প্রধান, সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম সিফাত প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য মো. আলাউদ্দিন দেওয়ানজী, মো. আবু বক্কর বেপারী, মো. মিজান বেপারী, শফিউল্লাহ প্রধান, আলাউদ্দিন প্রধান, রাসেল আহম্মেদ বাবু, আল আমিন মোল্লা, রুবেল প্রধানসহ সংগঠনের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য; নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়ারা গ্রামের যে পরিবারগুলো রমজানের সময় ইফতার কিনতে সক্ষম নন, তাদের খুঁজে বের করে রোজার শুরুতেই ইফতার সামগ্রী পৌঁছে দেয় কাজিয়ারা সমাজ কল্যাণ সংগঠন। এর জন্য এলাকার কিছু প্রবাসী ও উদীয়মান সমাজসেবীরা অর্থায়ন করে থাকেন।