পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যানজট নিরসনে পুলিশের পাশাপাশি কাজ করছে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ ও ফরিদগঞ্জ অনুআ মুক্ত স্কাউট গ্রুপ। তাঁরা সকলেই শিক্ষার্থী। যাদের বয়স ১৪ বছর থেকে ২২ এর মধ্যেই।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপ ও ফরিদগঞ্জ অনুআ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা যানজট নিয়ন্ত্রণে গত ৪ এপ্রিল (২৪ রমযান) বিকাল থেকে তাদের কার্যক্রম শুরু করে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৫ টা পর্যন্ত তারা কাজ করছে। পাশাপাশি পথচারীদের রাস্তা পারাপারেও সহায়তা করে তারা। তাদের এ ধরণের উদ্যোগ লোকমুখে প্রশংসা কুড়িয়েছে।
সরেজমিনে ফরিদগঞ্জ বাজার ঘুরে দেখা যায়, রোদ-বৃষ্টি আর ধুলা-বালিকে হাসিমুখে আলিঙ্গণ করে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা সদরের ৩টি পয়েন্ট এবং বড় বড় মার্কেটের সামনে স্বত:স্ফুতভাবে কাজ করছে স্কাউট সদস্যরা। মার্কেটে আগত ক্রেতাদের নিরাপদে রাস্তা পারাপারসহ রিক্সা-গাড়িতে তুলে দিতে নিরলস সহায়তা করে যাচ্ছে তারা।
কেনা-কাটা করতে বাজারে আগতদের সাথে স্কাউট সদস্যদের এই আন্তরিকতা দেখে মনে হয় সব ক্রেতাই তাদের পরিবারের সদস্য। অনেক স্কাউট সদস্য কোমলমতি শিশুদেরকে পরম স্নেহে কোলে তোলে রাস্তা পার করে দিচ্ছেন। এই অল্প বয়সে মানুষের কল্যাণে তাদের এই সংগ্রাম এবং স্নেহ-মমতা দেখে রীতিমত অবাকই হচ্ছেন আগন্তুকরা। অনেকেই আবার সাথে সাথে ধন্যবাদ জানাতেও কৃপণতা করছেননা।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি ও সাবেক মেয়র মাহফুজুল হক জানান, ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সকল সদস্যই ছাত্র। ঈদ উপলক্ষে বিভিন্ন মার্কেটের সামনে এবং সড়কের গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনে তাঁরা পুলিশকে সহযোগিতা করেছেন। তাদের কার্যক্রম অবশ্যই প্রশংসার দাবি রাখে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম তাদের কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, এমনিতেই ফরিদগঞ্জ বাজারে অনেক যানজট, ঈদ উপলক্ষে যানজট একটু নিয়ন্ত্রন করতে তাদেরকে চাঁদপুর জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় আমাদের থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের পাশে থেকে তারা কাজ করছে এবং আমাদের পক্ষ থেকে তাদের সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে।