সজীব খান : চাঁদপুর সদর উপজেলার শাহতলী উচ্চ বিদ্যালয়ে সারাদেশের ন্যায় ইংরেজি বছরের প্রথম দিন ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ উদযাপন করা হয়েছে।
শনিবার সকাল ১০ টায় শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়।
শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহর পরিচালনায় বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু নোমান পাটওয়ারী, শাহতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জসিম উদ্দিন পাটওয়ারী, মোহসনা বেগম, রোকেয়া বেগম, বিশ্বজিৎ সহ বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।