সাম্প্রতিক সময়ে সারাদেশে ছাত্র আন্দোলন চলাকালে কিছু দুর্বৃত্তের হামলা বিভিন্ন সরকারি স্থাপনা হামলা ও লুটপাট হয়েছে।
সেই দিন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা, উপজেলা চত্বর ও থানা এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
যার আনুমানিক ক্ষতি অকল্পনীয় বলে ধারনা করা যায়।
৯ আগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম পিপিএম বার, সেনাবাহিনীর মেজর মোজাম্মেল হকের নেতৃত্বে সেনা কর্মকর্তারা হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন ধ্বংসস্তূপ পরিদর্শনে আসেন।
এসময় পৌরসভার একাধিক পুড়ে যাওয়া গাড়ি, ভ্যাকু, লাইটিং, ভবন ভাংচুর ও কম্পিউটার লুটের বিষয়ে সরেজমিনে তদন্ত করেন।
পৌরসভার চারপাশে বিভিন্ন ধ্বংসস্তূপের আলামত দেখেন কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাফস শীল, পৌরসভার সচিব নূরে আজম শরিফ, পৌর কর্মকর্তা শফিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।