চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রুপসা কাদির পাটওয়ারী বাড়ি থেকে ইউনিয়ন পরিষদগামী সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, রুপসা কাদির পাটওয়ারী বাড়ি থেকে ইউনিয়ন পরিষদগামী সড়কটি অতি গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ সড়ক দিয়ে সাধারন পথচারী ছাড়াও স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ কয়েক হাজার মানুষ যাতায়াত করে থাকে।
কিন্তু দীর্ঘদিন সংস্কার না করা এবং অপরিকল্পিত মাছের ঘেরের কারনে ভেঙ্গে এই সড়কটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। পায়ে হেঁটে কোন ভাবে চলাচল করতে পারলেও বাহন নিয়ে নিয়ে চলাচল করতে হলে জীবনের ঝুঁকি নিতে হয়। এতে প্রতিনিয়তই ছোট বড় দূর্ঘটনা ঘটছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ হারুনুর রশিদ, শাহাজাহান, জাকির হোসেন টেলু, তানভীর আহমেদ জিসান, রফিকুল ইসলাম পাটওয়ারী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেনী পেশার কয়েকশত মানুষ উপস্থিত ছিলেন।