চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
রবিবার (২৪ নভেম্বর ২০২৪) বেলা ১১:০০ ঘটিকায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালীন সময় উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ পুলিশ সুপারকে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং ভূমি অধিগ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন।
সাক্ষাৎকালে পুলিশ সুপার চাঁবিপ্রবির উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।