মাসুদ হোসেন : চাঁদপুরে একদিনে নতুন করে ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) ভাষা বীর এম.এ ওয়াদুদ আরটি-পিসিআর ও আরএটি ল্যাবে ২২০ নমুনা পরীক্ষা করে ৪৮ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। সনাক্তের হার ২১.৮%। এদিন রাতে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন আক্রান্ত হওয়া ৪৮ জনসহ সোমবার পর্যন্ত চাঁদপুর জেলায় আক্রান্তের সংখ্যা হলো মোট ১৫ হাজার ৩১৮ জন। এই পনেরো সহস্রাধিক রোগীর মধ্যে ১৭ জানুয়ারি পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১১৫ জন।
জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৪১ জন। এদের মধ্যে- চাঁদপুর সদরে ৯৮, ফরিদগঞ্জে ৩৫, হাজীগঞ্জে ২৬ জন, শাহরাস্তিতে ৩০ জন, কচুয়ায় ১৩ জন, মতলব উত্তরে ১৪ জন, মতলব দক্ষিণে ১৮ জন ও হাইমচরে ৭ জন।