ঢাকা ০১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শাহরাস্তিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড সম্পন্ন 

লেখাপড়ার সঙ্গে প্রযুক্তি উদ্ভাবনে দৃষ্টি দিতে হবে : ইউএনও ইয়াসির আরাফাত

শাহরাস্তিতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলা- ২০২৫, এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা কমপ্লেক্স চত্বরে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়, এ প্রতিপাদ্যকে সামনে রেখে এটি অনুষ্ঠিত হয়।
আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত।
তিনি তার বক্তব্য বলেন, পৃথিবী এখন প্রযুক্তি নির্ভর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই (AI) এর নির্ভরশীল হয়ে পড়ছে। সে জন্য আমাদের কোনভাবেই পিছিয়ে পড়া চলবে না। সেক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের উপর গুরুতর করেন। একই সঙ্গে লেখাপড়া প্রতি মনোযোগী হওয়ার আহবান করেন।
এতে অন্যান্য এর মধ্যেও অতিথি ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাকসুদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ,চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ, উপজেলা বিজ্ঞান মেলার  সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আবুল কালাম প্রমুখ।
উল্লেখ্য,ওইদিন ৭ টি কলেজ ও ১২ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইস্টল স্থাপন করে  এতে অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করে ২২ জন শিক্ষার্থী পুরস্কৃত হয়।
ওইদিন বিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়র গ্রুপ (মাধ্যমিক) পর্যায়ে প্রথম হন সূচীপাড়া উবির দশম শ্রেণীর শিক্ষার্থী হাসান আল মামুন চয়ন, দ্বিতীয় হয়েছেন বিয়াম ল্যারেটরী স্কুল মো: শাহরিন ইমতিয়াজ, তৃতীয় হন  ওয়ারুক রহমানিয়া উঃ বিঃ মো: রুবায়েত হোসেন,চতুর্থ হন বিয়াম ল্যারেটরী স্কুলের নবম শ্রেণীর  শিক্ষার্থী আজমাঈন আরাফাত,পঞ্চম হন একই উবির শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ  সিয়াম।
বিজ্ঞান কুইজ সিনিয়র গ্রুপ (কলেজ)পর্যায়ে প্রথম হন সূচীপাড়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ নুরনবী (দলনেতা), দ্বিতীয় হন চিতোষী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর  শিক্ষার্থী ইশরাত জাহান (দলনেতা), তয় হন মেহের ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জান্নাত মিম (দলনেতা)। বিজ্ঞান কুইজ জুনিয়র গ্রুপ (মাধ্যমিক) পর্যায়ে প্রথম হন, সূচীপাড়া উবির দশম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার মীম (দলনেতা), ২ য় হয় শাহরাস্তি সরকারি বহুমুখী উবির দশম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল নাঈম (দলনেতা),তৃতীয় হন টামটা আদর্শ উবির দশম শ্রেণীর শিক্ষার্থী নওশীন শারমিলি (দলনেতা)।
বিজ্ঞান মেলা  প্রকল্প উপস্থাপন সিনিয়র গ্রুপ (কলেজ) পর্যায়ে প্রথম হন  চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আফুভা মার্কিন রউফ (দলনেতা), ২ য় হন মেহের ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী  সজীব পাল (দলনেতা), তৃতীয় হন ভোলদিঘী কামিল মাদ্রাসার  আলিম ১ম বর্ষের শিক্ষার্থী সামিউর রহমান (দলনেতা)।
বিজ্ঞান মেলা  প্রকল্প উপস্থাপন জুনিয়র গ্রুপ (মাধ্যমিক) পর্যায়ের প্রথম হন  টামটা আদর্শ উবির দশম শ্রেণীর শিক্ষার্থী মো: শাখাওয়াত হোসেন,দ্বিতীয় হন মেহার উবির দশম শ্রেণীর  শিক্ষার্থী  অন্ত ভৌমিক (দলনেতা), তৃতীয় হন শাহরাস্তি সরকারি বহুমুখী উবির দশম শ্রেণীর শিক্ষার্থী আফরোজা আক্তার (দলনেতা)। বিজ্ঞান অলিম্পিয়াড সিনিয়র গ্রুপ (কলেজ)পর্যায়ে প্রথম হন সূচীপাড়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী  রুপন চন্দ্র দাস,দ্বিতীয় হন একই কলেজের দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী প্রিয়ন্তী চক্রবর্তী( দলনেতা) ,তৃতীয় হন মেহের ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আপরা সুলতানা  দলনেতা,চতুর্থ হন সূচীপাড়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর নুর হালিজা,৫ম  হন চিতোষী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হাসনাতুল জান্নাত।
আলোচনা সভা শেষে  শিক্ষার্থীদের প্রদর্শিত ষ্টলের বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৩ জনকে ছাড়িয়ে নিতে থানায় হামলা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

শাহরাস্তিতে দিনব্যাপী ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড সম্পন্ন 

লেখাপড়ার সঙ্গে প্রযুক্তি উদ্ভাবনে দৃষ্টি দিতে হবে : ইউএনও ইয়াসির আরাফাত

আপডেট সময় : ০৯:৫৮:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
শাহরাস্তিতে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে মেলা- ২০২৫, এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা কমপ্লেক্স চত্বরে “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়, এ প্রতিপাদ্যকে সামনে রেখে এটি অনুষ্ঠিত হয়।
আয়োজিত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইয়াসির আরাফাত।
তিনি তার বক্তব্য বলেন, পৃথিবী এখন প্রযুক্তি নির্ভর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ আই (AI) এর নির্ভরশীল হয়ে পড়ছে। সে জন্য আমাদের কোনভাবেই পিছিয়ে পড়া চলবে না। সেক্ষেত্রে তিনি শিক্ষার্থীদের নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের উপর গুরুতর করেন। একই সঙ্গে লেখাপড়া প্রতি মনোযোগী হওয়ার আহবান করেন।
এতে অন্যান্য এর মধ্যেও অতিথি ছিলেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মাকসুদুর রহমান, সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ,চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ, উপজেলা বিজ্ঞান মেলার  সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আবুল কালাম প্রমুখ।
উল্লেখ্য,ওইদিন ৭ টি কলেজ ও ১২ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইস্টল স্থাপন করে  এতে অংশগ্রহণ করেন। এতে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করে ২২ জন শিক্ষার্থী পুরস্কৃত হয়।
ওইদিন বিজ্ঞান অলিম্পিয়াড জুনিয়র গ্রুপ (মাধ্যমিক) পর্যায়ে প্রথম হন সূচীপাড়া উবির দশম শ্রেণীর শিক্ষার্থী হাসান আল মামুন চয়ন, দ্বিতীয় হয়েছেন বিয়াম ল্যারেটরী স্কুল মো: শাহরিন ইমতিয়াজ, তৃতীয় হন  ওয়ারুক রহমানিয়া উঃ বিঃ মো: রুবায়েত হোসেন,চতুর্থ হন বিয়াম ল্যারেটরী স্কুলের নবম শ্রেণীর  শিক্ষার্থী আজমাঈন আরাফাত,পঞ্চম হন একই উবির শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ  সিয়াম।
বিজ্ঞান কুইজ সিনিয়র গ্রুপ (কলেজ)পর্যায়ে প্রথম হন সূচীপাড়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ নুরনবী (দলনেতা), দ্বিতীয় হন চিতোষী ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর  শিক্ষার্থী ইশরাত জাহান (দলনেতা), তয় হন মেহের ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফাতেমা জান্নাত মিম (দলনেতা)। বিজ্ঞান কুইজ জুনিয়র গ্রুপ (মাধ্যমিক) পর্যায়ে প্রথম হন, সূচীপাড়া উবির দশম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা আক্তার মীম (দলনেতা), ২ য় হয় শাহরাস্তি সরকারি বহুমুখী উবির দশম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল নাঈম (দলনেতা),তৃতীয় হন টামটা আদর্শ উবির দশম শ্রেণীর শিক্ষার্থী নওশীন শারমিলি (দলনেতা)।
বিজ্ঞান মেলা  প্রকল্প উপস্থাপন সিনিয়র গ্রুপ (কলেজ) পর্যায়ে প্রথম হন  চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আফুভা মার্কিন রউফ (দলনেতা), ২ য় হন মেহের ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী  সজীব পাল (দলনেতা), তৃতীয় হন ভোলদিঘী কামিল মাদ্রাসার  আলিম ১ম বর্ষের শিক্ষার্থী সামিউর রহমান (দলনেতা)।
বিজ্ঞান মেলা  প্রকল্প উপস্থাপন জুনিয়র গ্রুপ (মাধ্যমিক) পর্যায়ের প্রথম হন  টামটা আদর্শ উবির দশম শ্রেণীর শিক্ষার্থী মো: শাখাওয়াত হোসেন,দ্বিতীয় হন মেহার উবির দশম শ্রেণীর  শিক্ষার্থী  অন্ত ভৌমিক (দলনেতা), তৃতীয় হন শাহরাস্তি সরকারি বহুমুখী উবির দশম শ্রেণীর শিক্ষার্থী আফরোজা আক্তার (দলনেতা)। বিজ্ঞান অলিম্পিয়াড সিনিয়র গ্রুপ (কলেজ)পর্যায়ে প্রথম হন সূচীপাড়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী  রুপন চন্দ্র দাস,দ্বিতীয় হন একই কলেজের দ্বাদশ শ্রেণী শিক্ষার্থী প্রিয়ন্তী চক্রবর্তী( দলনেতা) ,তৃতীয় হন মেহের ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আপরা সুলতানা  দলনেতা,চতুর্থ হন সূচীপাড়া ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর নুর হালিজা,৫ম  হন চিতোষী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হাসনাতুল জান্নাত।
আলোচনা সভা শেষে  শিক্ষার্থীদের প্রদর্শিত ষ্টলের বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়।