ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
শিক্ষার্থী বরণ ও মেধাবৃত্তি পুরস্কার প্রদান

মতলব উত্তরে এসইএল মডেল একাডেমীতে দিনব্যাপী পুরস্কার বিতরণ

চাঁদপুরের মতলব উত্তরে এসইএল মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও মেধাবৃত্তি পুরস্কার তুলে দিচ্ছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

চাঁদপুরের মতলব উত্তরে এসইএল মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও  বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও রিহ্যাব এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, বিবেক-জ্ঞান-বুদ্ধি ও মনুষ্যত্বের কারণে মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়। সততা নীতি-নৈতিকতা, দেশপ্রেম, পরোপকার এবং আদর্শ চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি সুশিক্ষা। উন্নত জাতি গঠন ও মানবসম্পদ উন্নয়নের গুণগত শিক্ষার গুরুত্ব সর্বাধিক। প্রত্যেক শিশুই অনন্ত শক্তির অধিকারী, সেই সুপ্ত শক্তিকে জাগ্রত করতে হবে।
যে কাজটি শিক্ষক সব বাধা অতিক্রম করে সুনিপুণভাবে সম্পন্ন করেন, যাতে শিশুর জীবন ও চরিত্র গড়ে ওঠে প্রকৃত মানুষ হিসেবে। শিক্ষকই শিক্ষাঙ্গনে ইতিবাচক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেন। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়।
শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তৃণমুল সংগঠক আলমগীর সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, অফিসার ইনচার্জ রবিউল হক, শিক্ষা অফিসার মোহাম্মদ আখতার হোসেন, শিক্ষানুরাগী লিয়াকত আলী চৌধুরী’সহ আরো অনেকে।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।
এছাড়া অতিথিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

৩ জনকে ছাড়িয়ে নিতে থানায় হামলা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের

শিক্ষার্থী বরণ ও মেধাবৃত্তি পুরস্কার প্রদান

মতলব উত্তরে এসইএল মডেল একাডেমীতে দিনব্যাপী পুরস্কার বিতরণ

আপডেট সময় : ০৬:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
চাঁদপুরের মতলব উত্তরে এসইএল মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও মেধাবৃত্তি পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ও  বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালাউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও রিহ্যাব এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল আউয়াল বলেন, বিবেক-জ্ঞান-বুদ্ধি ও মনুষ্যত্বের কারণে মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়। সততা নীতি-নৈতিকতা, দেশপ্রেম, পরোপকার এবং আদর্শ চরিত্রবান মানুষ হওয়ার মূল ভিত্তি সুশিক্ষা। উন্নত জাতি গঠন ও মানবসম্পদ উন্নয়নের গুণগত শিক্ষার গুরুত্ব সর্বাধিক। প্রত্যেক শিশুই অনন্ত শক্তির অধিকারী, সেই সুপ্ত শক্তিকে জাগ্রত করতে হবে।
যে কাজটি শিক্ষক সব বাধা অতিক্রম করে সুনিপুণভাবে সম্পন্ন করেন, যাতে শিশুর জীবন ও চরিত্র গড়ে ওঠে প্রকৃত মানুষ হিসেবে। শিক্ষকই শিক্ষাঙ্গনে ইতিবাচক শিক্ষা প্রদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার পথ তৈরি করে দেন। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়।
শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, তৃণমুল সংগঠক আলমগীর সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, অফিসার ইনচার্জ রবিউল হক, শিক্ষা অফিসার মোহাম্মদ আখতার হোসেন, শিক্ষানুরাগী লিয়াকত আলী চৌধুরী’সহ আরো অনেকে।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।
এছাড়া অতিথিদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।