চাঁদপুর জেলার অন্যতম প্রধান সড়ক হলো চাঁদপুর সদর থেকে হাইমচর যাওয়ার রাস্তা। বিশেষ করে দোকানঘর থেকে হরিনা ফেরীঘাট পর্যন্ত ৫.২ কিলোমিটার রাস্তার বর্তমানে চরম বেহালদশা।
খানাখন্দে ভরা এই সড়কটি এখন একপ্রকার মরণফাঁদে পরিণত হয়েছে।
প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এই পথে কিন্তু রাস্তাটির বেহাল দশার কারণে যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনার শিকার হন যাত্রীরা। বৃষ্টির দিনে রাস্তার গর্তে পানি জমে থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।
রোগী পরিবহন, জরুরি সেবা প্রদান ও ব্যবসায়িক কার্যক্রমে এই সড়কের গুরুত্ব অপরিসীম।
অথচ রাস্তাটির বর্তমান অবস্থার কারণে অ্যাম্বুলেন্স, রিকশা, মোটরসাইকেল এমনকি সাধারণ যানবাহন চলাচল করাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। বিশেষ করে রাতের বেলা অন্ধকারে গর্তগুলো দেখা না যাওয়ায় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।
এত গুরুত্বপূর্ণ একটি সড়কের এমন দুরবস্থা সাধারণ মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় অবিলম্বে এই রাস্তার সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে করে মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে পারে।
লেখক :
মুবাশ্বির আলম
লেখক : শিক্ষার্থী, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। ইসলমী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
মোবাইল :01604281728
ইমেইল :mubashiralam2004@gmail.com
মুবাশ্বির আলম
লেখক : শিক্ষার্থী, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ। ইসলমী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
মোবাইল :01604281728
ইমেইল :mubashiralam2004@gmail.com