২নং আলগী উত্তর ইউনিয়ন ৩নং ওয়ার্ড একেভিএন উচ্চবিদ্যালয় সংলগ্ন বাজারে ভয়াবহ অগ্নিসংযোগে ২৪টি দোকান পুড়ে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিক ইসলামি আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা সভাপতি ডা. সফিউল্লাহ ও সেক্রেটারি ফখরুল ইসলাম শিমুলের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করেন।
নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দেন এবং স্থানীয় প্রশাসনকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এদিকে জেলা নেতৃবৃন্দ সার্বক্ষণিক বিষয়টি তদারকি করছেন ও প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।