নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর শহরের তালতলা এলাকার আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর মরদেহ উদ্ধার করা হয়।
স্কুলের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বুধবার বিকেল চারটার দিকে সদর হাসপাতালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে প্রাথমিক ভাবে জানানো হয়।
জানা গেছে,শিক্ষকের হাত-পা বাঁধা ছিল এবং স্কুল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়।