নিজস্ব প্রতিনিধি : ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে বুধবার (০২ মার্চ) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন-২০২২ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় অ্যাসেম্বলি ফ্লোরে শিক্ষার্থীদের গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এসেছো শত পুষ্পের দল, করছি তোমাদের বরণ, জ্ঞানে-কর্মে হও পরিপূর্ণ-এই হউক পণ, স্লোগানে মুখরিত ছিল শিক্ষার্থীদের প্রিয় ক্যাম্পাস।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ বিজ্ঞানের শিক্ষার্থী নুর মোহাম্মদ নবীন। পবিত্র গীতা থেকে পাঠ করেন দ্বাদশ মানবিকের শিক্ষার্থী পাপন ত্রিপুরা। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামানের স ালনায় স্বাগত বক্তব্য রাখেন ওরিয়েন্টেশন কমিটির আহবায়ক ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বেদারুল আলম। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন দ্বাদশ বিজ্ঞানের ফারাব আল রহমান, একাদশ বিজ্ঞানের আবীব মুনতাসীর এবং সাদিয়া ইসলাম। শিক্ষক পরিষদ সম্পাদক ও উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল হাছান, প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সেলিম হোসেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আলী আজগর ফকির, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল খায়ের সরকার শিক্ষার্থীদের বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
চাঁদপুর সরকারি কলেজের সাম্প্রতিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন এবং আইসিটি বিভাগের প্রভাষক মোঃ আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘‘তোমরা অত্যন্ত সৌভাগ্যবান যে, তোমরা চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হতে পেরেছো, তোমাদের অভিভাবকদের আমরা ধন্যবাদ জানাই। আগামী দুই বছর তোমরা এই প্রতিষ্ঠানে থাকবে, এই প্রতিষ্ঠানের নিয়ম-কানুন মেনে চলবে। তোমরা হলে আমাদের সম্পদ, দেশের সম্পদ। দেশকে ভালোবাসতে হলে, দেশের জন্য কিছু করতে হবে। তোমাদেরকে সোনার মানুষ হিসেবে দেখতে চাই। আগামী পৃথিবীতে তোমাদের বড় বেশী প্রয়োজন। আগামী পৃথিবীতে টিকে থাকতে হলে, দূরদর্শী হতে হবে। সত্য ন্যায়ের পথে চলবে, জ্ঞানের আলোয় রাঙিয়ে জীবন, সোনার বাংলা গড়বে। তোমরা তোমাদের দায়িত্ব পালনের মাধ্যমে প্রমাণ করে দিবে চাঁদপুর সরকারি কলেজ বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজ।’’
একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন শেষে দর্শন বিভাগের প্রভাষক আনিস ফারদীনের কাব্যগ্রস্থ ‘দ্রোহ ও ভালবাসা’ এর মোড়ক উন্মোচন করা হয়। আনিস ফারদীনের কবিতা নাটকের কুশীলব আবৃত্তি করেন ইংরেজি বিভাগের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী কাব্য কণিকা।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ আজিম উদ্দিনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকবৃন্দ এতে উপস্থিত ছিলেন।