মো: রাছেল, কচুয়া : কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫০ গ্রাম গাঁজাসহ মো: আরিফ হোসেন (১৯) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

কচুয়া থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার সাচার ক্যাম্পের আইসি এসআই মো: আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সাচার বাজার জগন্নাথ মন্দির সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে দেহ তল্লাসী করে মো: আরিফ হোসেনের সাথে থাকা ৩৫০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী মো: আরিফ হোসেন চাঁদপুর জেলার কচুয়া থানার সাচার ইউনিয়নের নগরপাড়া গ্রামের মো: আহাদ মিয়ার পুত্র।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন জানান, এব্যাপারে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজু করে মাদক ব্যবসায়ী মো: আরিফ হোসেনকে কোর্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।