নিজস্ব প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাজীগঞ্জ শাখার উদ্যোগে দাওয়াতী কার্যক্রম ও সদস্য সংগ্রহ কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার দুপুরে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ সংলগ্ন এলাকায় আগত মুসুল্লী ও বাজারের ক্রেতা, পথচারী ও ব্যবসায়ীদের মাঝে দাওয়াতী কার্যক্রম ও সদস্য সংগ্রহ কর্মস‚চি পালন করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এর আহবানে এবং কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ১-৩১ মার্চ দাওয়াতী মাস ও সদস্য সংগ্রহের কর্মসূচির অংশ হিসাবে হাজীগঞ্জ উপজেলা শাখা এ কর্মসূচি পালন করে দলীয় ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাজীগঞ্জ উপজেলা সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন মিয়াজী ও সাধারণ সম্পাদক হাফেজ মো. শাহাদাত হোসেন প্রধানীয়ার নেতৃত্বে এদিন দাওয়াতী কার্যক্রম ও সদস্য সংগ্রহ কর্মসূচী পরিচালনা করা হয়। এসময় নেতৃবৃন্দ জানান, ধারাবাহিকভাবে দাওয়াতী কর্মসূচির প্রতি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে।
দাওয়াত ও সদস্য সংগ্রহের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কার্যকরী সদস্য আলহাজ্ব মো. মোরশেদ আলম, অর্থ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের উপ-সম্পাদক মো. আল-আমিন ও ইমরান হোসেন ও উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি আকতার হোসেন আকন প্রমুখ।