নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ঋন বিতরণ করা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির অফিসে মঙ্গলবার দুপুরে উপজেলার মধ্যে কেরোয়া কে এস এস এর ১২ জন সদস্যদের মাঝে ৪ লক্ষ ২০ হাজার টাকা ঋন বিতরণ করা হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান ভূইয়া, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু শামিম, পরিচালক বিল্লাল হোসেন তালুকদার, মামুনুর রহমান পাটওয়ারী প্রমুখ।
ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নব নির্বাচিত চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল বলেন সরকার আপনাদের বিনা জামানতে ঋন দিচ্ছে কিন্তু দেখা যায় আপনারা সঠিক সময়ে ঋন পরিশোধ করতে চান না। এমন হলে আগামীতে আপনাদের ঋন খেলাপী হওয়াটা স্বাভাবিক, তাই সকলে সঠিক সময়ে ঋন পরিশোধ করুন, এবং ব্যাবসায় বিনিয়োগ করে স্বাবলম্বী হোন। তিনি পুনরায় নির্বাচিত হওয়ায় উপজেলার সকল সমবায়ী কে ধন্যবাদ জানান।