নিজস্ব প্রতিনিধি : গড়ে উঠুক ভ্রাতৃত্ববোধের নতুন বন্ধন স্লোগানে চাঁদপুরের হাজীগঞ্জে ভালোবাসার মঞ্চের “আজওয়া” ইফতার পয়েন্ট। বুধবার দুপুর থেকে টানা চলে ইফতার পর্যন্ত। আয়োজনটি সহমর্মিতা সহানুভূতির মর্মস্পর্শী বক্তব্য দিয়ে প্রাণবন্ত করেছেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম (বার), হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জোবাইর সৈয়দ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ, পপুলার বিডি নিউজের এডিটর মনিরুজ্জামান বাবলু।
দুপুর থেকে ভালোবাসার মঞ্চের “আজওয়া” ইফতার পয়েন্টে কেউ কলা, কেউবা মালটা, আপেল, খেজুর, পেয়ারা নিয়ে হাজির। সকলে চেস্টা করেছেন একটু একটু করে ইফতার আয়োজনে কিছু একটা দিয়ে অংশ গ্রহণ করতে।
এর আগে হাজীগঞ্জ বাজারের ভবঘুরেদের মাঝে ভালোবাসার মঞ্চের ইফতার পৌঁছে দেওয়া হয়। উপস্থিত ছিলেন ভালোবাসার মঞ্চ চাঁদপুর শাখার সহযাত্রীরা।
ভালোবাসার মঞ্চ চাঁদপুরের সমন্বয়ক সাইফুল ইসলাম সিফাত সকাল থেকে নিজ হাতে ইফতার পয়েন্ট সাজিয়েছেন। সহযোগিতা করেছেন হাজীগঞ্জ বাইকার জোনের এডমিন এসকেএনআর সুজন, এসএম মেহেদী হাছান, হাবিবুর রহমান, ইঞ্জি. মিরাজুল ইসলাম সারোয়ার, টিআর রুবেল আহমেদ, সজিব দেবনাথ, ইয়াসিন আরাফাত, সাহেদ আজিম, সোহেল, আহসান বিন আব্দুল আলিফ, মো. আলম, সাদ্দাম সহ অন্যরা।
এছাড়া সবাই একত্রে গিয়েছেন ভবঘুরে মানুষদের কাছে।

ভালোবাসার মঞ্চ চাঁদপুর সমন্বয়ক সাইফুল ইসলাম সিফাত পুরো আয়োজনটি দারুণভাবে সম্পন্ন করেছেন। সকলের মাঝে তুলে ধরেছেন ভালোবাসার মঞ্চের মূল প্রবন্ধ লক্ষ্য ও উদ্দেশ্য।
ভালোবাসার মঞ্চের মানুষ হাজীগঞ্জ বাইকার জোনের ক্যাপটেন মেহেদী আল জাবের, সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মহসিন, দপ্তর সম্পাদক ও উদ্যোক্তা মেজবাহ আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি শিমুল হাছান, সাধারণ সম্পাদক এসএম ইকবাল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম শত ব্যস্ততা শেষে আয়োজনে শরীক হয়ে অনুষ্ঠাণটি সুন্দরভাবে সম্পন্ন করতে সহায়তা করেছেন।
সাবেক ছাত্রনেতা নাহিদুল ইসলাম সোহেল, যুব নেতা আবু বকর ছিদ্দিক সোহাগ, শরীফ হোসেন মোল্লা নানা ব্যস্ততার মাঝেও যোগ দিয়েছেন ভালোবাসার কাজে। আমার মসজিদের ইমাম সাহেবও মূল্যবান সময় ব্যয় করেছেন পুরো আয়োজনে।
আমার অফিসের ছোট ভাই আব্দুল লতিফ, সিকিউরিটি মনু কাকা তাদের কথা না বল্লেই নয়, ডায়রিয়ায় আক্রান্ত, রোজা রেখেও রোদে পুড়ে কেনাকাটাসহ আয়োজনের প্রত্যেকটি খুটিনাটি বিষয় কাজে হাতের ছোয়া লাগিয়েছেন।
সবাই যখন ব্যস্ত তখন ভালোবাসার কাজের লাইভ প্রচারে ব্যস্ত ছিলেন হোসাইন। যেটি দূরে থাকা মানুষদের কাছে পৌঁছে দিয়েছে আমাদের ভালোবাসার আয়োজন।
সবার প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা।