নিজস্ব প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা ৫নং ওয়ার্ডে শীতার্তদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী।
অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র পৌঁছে দিয়েছেন তিনি। শীতার্ত মানুষ শীতবস্ত্র পেয়ে প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারীকে হাসিমুখে অভিনন্দন জাগিয়েছেন ও তার জন্য দোয়া কামনা করেছেন। আবদুল মান্নান বেপারী ইতিমধ্যেই মানবিক সহায়তা এবং মানব সেবায় বিভিন্ন সামাজিক সংগঠন থেকে পুরস্কৃত হয়েছে।
তিনি বলেন, আমি যতদিন বেঁচে থাকব ছেংগারচর পৌরসভার অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়াবো এবং আমার যতটুকু সামর্থ্য আছে তাই নিয়ে সেবা করে যাব। আজকে আমার পাশে আমার ছেলে মোহাম্মদ কাউসার আমাকে সার্বিক সহযোগিতা করে আসছে। আমি চাই আমার মত আমার ছেলে কাউসার মানব সেবায় নিয়োজিত নিজকে রাখুক।
আবদুল মান্নান বেপারী আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মানবতার নেত্রী। আমি দলের একজন কর্মী হয়ে মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি খুবই আনন্দিত। আগামী দিনেও আমি মানুষের পাশে থেকে সেবা করে যাব। তিনি সকলের কাছে দোয়া চান।