শাহরাস্তিতে সরকার বিরোধী লিফলেট বিতরণের সময় ৭ যুবকে আটক করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা পুলিশে সপোর্দ করেছে।
বুধবার দুপুরে পৌর শহরের মেহের কালিবাড়ী বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের মাঝে ”ইনসানিয়াত বিপ্লব চাঁদপুর জেলা শাখা নামে একটি সংগঠন এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করছিল।
ওই সংবাদ চাউর হতেই শাহরাস্তি উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জড়ো হয়ে তাদের কার্যক্রম সন্দেহ হলে বিষয়টি পুলিশকে অবহিত করে।
পুলিশ ওই সংবাদের ভিত্তিতে মেহের কালিবাড়ি বাজার এলাকা থেকে ৭ যুবকে আটক করে।
আটককৃতরা হলেন, হাজীগঞ্জ উপজেলার কংগাইশ গ্রামের মাহমুদুল হাসান নয়ন (৩০), একই উপজেলার প্রফেসর পাড়ার মেহেদী হাসান সৈকত (২৭), দক্ষিণ বড়কুল গ্রামের মনোয়ার হোসেন (২৬), টোরাগড় গ্রামের সিহাব হোসেন (২০), শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের মেহেদী হাসান (১৮), নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরকুট গ্রামের আব্দুল্লাহ আল মামুন (২৬), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মুকসাইব গ্রামের হাসাইন মোহাম্মদ জিহাদ (২২)।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আল আমিন ভুঁইয়া জানান, সরকার বিরোধী লিফলেট বিতরণকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অভিযুক্তদের আটক করেন।
পরে পুলিশ তাদেরকে থানা হেফাজতে নিয়ে আসে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ আবু হানিফ জানান, তারা সরকার বিরোধী লিফলেট বিতরণ করার সময় সন্দেহ হলে তাদের কার্যক্রম চ্যালেঞ্জ করে আটক করি।
তারা নিষিদ্ধ (ছাত্রলীগের) বি-টিম হিসেবে মাঠে নেমেছে।
সমন্বয়ক আকতার হোসেন সিহাব জানান, তারা বিগত সরকারের সময় নিবন্ধন পেয়েছে এবং নির্বাচনে অংশ নিয়েছে। ওই সময় সমন্বয়ক শাহাদাত হোসেন, আব্দুল রহমান আরজু, আতাউর রহমান, আবু হায়দার, জহির হোসেন আটককৃতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।