মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস ২০২২ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংশ্লিষ্ট প্রশাসনে কর্মকর্তা-কর্মচারী যুব ও যুবা নারীদের অংশগ্রহণে একটি রেলি অনুষ্ঠিত হয়।
পরে শাহরাস্তি পরিষদ মিলনআয়তনে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেলের বক্তব্য ভার্চুয়াল প্রোগ্রামে প্রজেক্টরের মাধ্যমে উপস্থিত অডিয়েন্সের সম্মুখে সম্প্রচার করা হয়।
মঙ্গলবার (০১- নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে টেলিকনফারেন্সে বক্তব্য দেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি বলেন, দেশের জনসংখ্যার সিংহভাগ যুবসমাজ। এই নির্বাচনী এলাকা হাজীগঞ্জ শাহরাস্তি যুবসমাজকে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তিতে রূপান্তর করা এখন সময়ের দাবি। ইতোমধ্যে যারা প্রশিক্ষণ গ্রহণ করেছে তারা বিভিন্ন ট্রেডে কাজ করে জীবিকা নির্বাহ করছে। সে লক্ষ্যে আউটসোর্সিং উপার্জনে অত্র উপজেলায় দুই মাসের একটি ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ ব্যবস্থা করা হয়েছে। যেটি গ্রহণ করলে বহু যুবক আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পাবে। এতে মিটবে বেকারত্ব গুছাবে অভাব।
এ ছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুব সমাজের জন্য গৃহীত কর্মসূচির ভূয়শি প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কামরুন নাহার কাজল, উপজেলা আলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমীন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফুর রহমান, উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা অফিসার আবু ইসহাক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, মৎস্য অফিসার মো. তোসিফ উদ্দিন, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা ও শাহরাস্তি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এজিএম মোহাম্মদ তাজুল ইসলাম, মোঃ আবুল বাশার সহ অত্র অফিসের কর্মকর্তা কর্মচারী উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহরাস্তি উপজেলার যুব উন্নয়ন ইতোমধ্যে ৯ হাজার ৫৬ জন ক্রমপুঞ্জিত যুব যুবাকে প্রশিক্ষণ প্রদান করে। উপকার ভোগীর সংখ্যা ১২শ ৫৯ জন, আত্মকর্মী সংখ্যা ৫ হাজার ১শ০৭ জন, রেজিস্ট্রেশন প্রাপ্ত যুব সংগঠনের সংখ্যা ১২ টি, ক্রমপুঞ্জিত সুবিধাভোগী যুব যুবার সংখ্যা ১৫৫ জন। ওইদিন প্রশিক্ষিত যুবক জোবাদের মাঝে ঋনের চেক বিতরণ করা হয়।