মোঃ আরাফাত হোসেন নামের এক বৃদ্ধিপ্রতিবন্ধী নিখোঁজ হয়েছে। তার বয়স ১৪ বছর।
ছেলেটির গায়ের রং শ্যামলা সুন্দর , মুখমণ্ডল: গোলাকার হালকা-পাতলা স্বাস্থ্য, মাথার চুল : কালো ও ছোট-ছোট,। চোখের বর্ণ: কালো, উচ্চতা: ৪ফুট ১ ইঞ্চি। চাঁদপুরের কচুয়ার আঞ্চলিক বাংলা ভাষায় কথা বলে। ছেলেটি নাম ঠিকানা বলতে পারেনা।
মোঃ আরাফাতের পিতার নাম: মো: দুলাল, মাতার নাম: আমেনা বেগম। ঠিকানা – গ্রাম: ডুমুরিয়া (চুনা উল্লাহ বেপাড়ী বাড়ি) , ডাকঘর: ডুমুরিয়া , থানা: কচুয়া, জেলা: চাঁদপুর। এ ব্যাপারে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আরাফাতের জেঠা এবায়েদ উল্লাহ্।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১/৯ /২০২৩ রোজ সোমবার সকাল আনুমানিক ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যায়। আরাফাত আর বাড়িতে ফিরে আসেনি। সে গাড়ি দেখিলে গাড়িতে ওঠার জন্য চেষ্টা করে। ছেলেটি বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোর সন্ধান পায়নি।
আরাফাতের জেঠা মোঃ এবায়েদ উল্লাহ জানান, আমি সহ আমার ভাতিজার পিতা মাতা আমার ভাতিজা আরাফাতকে খোঁজাখুঁজি করা কালে কচুয়া সুরমা বাস কাউন্টারে জিজ্ঞাসাবাদ করিলে তারা বলেন। আরাফাত সুরমা বাসে করে ঢাকা চলে যায়। আমার ভাতিজা অধ্যবধি বাড়িতে ফিরে আসে নাই। আরাফাতের পিতা-মাতা আরাফাতকে খুঁজতে ঢাকায় চলে যায়। হারানোর সময় তার পরনে ছিল জিন্স প্যান্ট, গায়ে সবুজ ও ব্লু রংয়ের টি শার্ট ছিল।
তিনি আরো বলেন, আরাফাত কে হারিয়ে দিশাহারা আরাফাতের মা বাবা ও আত্মীয়-স্বজনরা।
এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইব্রাহিম খলিল জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইননানুক ব্যবস্থা নেওয়া হবে।
যদি কোন হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন। তাহলে উপরোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগ: 01619920 855, 01920 149237 ।