বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি জাতীয় আন্তঃ স্কুল মাদ্রাসা ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় চাঁদপুর টেকনিক্যাল গভর্নমেন্ট হাই স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।
এ সময় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, টেকনিক্যাল গভর্নমেন্ট হাই স্কুল প্রধান শিক্ষিকা আলেয়া ফেরদৌস, হাসান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মনজুরুল ইসলাম, মধুসূদন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ওহিদুর রহমার লাভু, লেডিদেলভী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন প্রমুখ। খেলা পরিচালনা করেন মাসুদুর রহমান মাসুম, রানা গাজী, সাইফুল ইসলাম।
এ সময় জেলা শিক্ষা অফিসার বলেন, সুস্থ ও সবল জাতি গড়তে ক্রীড়ার কোনো বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে তরুণ সমাজকে দূরে রাখতে ক্রীড়াই অন্যতম শক্তি, আমাদের সন্তানদের ক্রীড়ার দিকে উৎসাহ ও অনুপ্রেরণা দিতে হবে। সুস্বাস্থ্য নিয়ে সফল একটি জাতি গঠনে ক্রীড়ার বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে সমাজকে দূরে রাখতে ক্রীড়া অন্যতম ভূমিকা পালন করে। ক্রীড়া শক্তিকে বিকশিত করতে পারলেই আমাদের উন্নয়ন হবে।