চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার সংলগ্ন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পাশে বটতলা বালুর মাঠে প্রতি বছরের ন্যায় এবারো শুরু হতে যাচ্ছে ওয়ান টাচ ক্লাব কর্তৃক আয়োজিত প্রাইজ মানি মিনি বার ফুটবল টুর্নামেন্ট-২০২৩।
টুর্নামেন্ট কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী উক্ত টুর্নামেন্টে প্রতি দলের খেলোয়াড়ের সংখ্যা ৫ জন ও অতিরিক্ত থাকবে ২ জন। প্রত্যেক দলকে নিজস্ব জার্সি ও একটি বল নিয়ে মাঠে নামতে হবে। প্রতি হলুদ কার্ডে ২০০ টাকা ও লাল কার্ডের জন্য ৫০০ টাকা জরিমানা করা হবে। এক দলের খেলোয়াড় অন্য দলে খেলতে পারবে না। নূতন খেলোয়ার খেলতে হলে তার জন্য ২০০ টাকা জমা দিতে হবে। প্রতি দলকে মাঠ ফি দিতে হবে ১০০ টাকা। কমিটির নিজস্ব কোন দল থাকবে না। খেলা আরম্ভ হওয়ার ২০ মিনিট পূর্বে দল মাঠে উপস্থিত থাকতে হবে। খেলা চলাকালীন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করা হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট দলকে টুর্নামেন্ট হতে বহিষ্কার করা হবে। এছাড়াও কমিটির আরো সিদ্ধান্ত বহাল থাকবে।

টুর্নামেন্টে দল প্রতি শুভেচ্ছা ফি ধার্য্য করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। আর শুভেচ্ছা ফি জমা দেয়ার শেষ তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৩ইং, রোজঃ বুধবার। খেলার ড্র অনুষ্ঠিত হবে ২২ সেপ্টেম্বর ২০২৩ ইং, রোজঃ শুক্রবার। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ জুয়েল মিজি ফুটবল প্রেমিদের উক্ত খেলায় অংশগ্রহণে সাদর আমন্ত্রণ জানান। প্রয়োজনে- ০১৮১৩-০৭১৮১২, ০১৮১৮-৭৬২৩৭১ (জুয়েল মিজি)। যোগাযোগঃ আল আকসা মেডিকেল হল (০১৮১৩-২৫৭৮৯৪)। উক্ত টুর্নামেন্টে সার্বিক সহযোগিতায় থাকবেন- সিয়াম মিজি ও শ্রাবন মিজি।
উল্লেখ্য, উক্ত চাচা স্পোর্টিং ক্লাব কর্তৃক মিনি ফুটবল টুর্নামেন্ট সফলতার ৮ বছর পেরিয়ে ৯ বছরের মতো শুরু হতে যাচ্ছে। বিঃ দ্রঃ চ্যাম্পিয়ন ও রানা আপ উভয় দলকেই দেয়া হবে নগদ অর্থ পুরষ্কার।