মোজাম্মেল প্রধান হাসিব : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলায় এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। বৃহস্পতিবার (৪ নভেম্বর) মনোনয়নপত্র বাছাইয়ে ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার এই ঘোষণা করেন।
জানা যায়, তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলার চারটি ইউনিয়ন থেকে মোট ১শত ৯৯ প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা প্রদান করেন। এরমধ্যে উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে মনোনয়নপত্র জমা প্রদানকারী মো. সোহেলের মনোনয়ন বাদ দেওয়া হয়। কারন সে গত ৩০ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। সেই হিসেবে চার ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৯ জন এবং সাধারণ সদস্য পদে ১শত ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলো।
উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে নায়েরগাঁও উত্তর ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আবু জাহের ভূঁইয়া জানান, দুই ইউনিয়নে মনোনয়ন জমা প্রদান কারী কারো মনোনয়নপত্র বাতিল হয়নি।
অপরদিকে উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ.ত.ম বোরহান উদ্দিন বলেন, দুই উনিয়নের মধ্যে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ। শুধুমাত্র উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, উপাদী উত্তর এবং উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১২ নভেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল অনুসারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।