নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে চাঁদপুরের ফরিদগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুরু করেছেন শিক্ষার্থীরা। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ-মাদরাসার ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অংশ নেন।
বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলা সদরের বিভিন্ন এলাকায় শুরু হয় এ কার্যক্রম। সড়কে পড়ে থাকা অসংখ্য ইটপাটকেল ও ময়লা আবর্জনা সরিয়ে নিয়ে পরিষ্কার করেন শিক্ষার্থীরা।
নিজেদের পরিবেশ সুন্দর রাখতে সড়কে ও বাসা বাড়ির পাশে পড়ে থানা ময়লা আবর্জনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার আহŸান করে তারা।