মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন অটোরিকশা শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ২০২২ইং এর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
গত ৪ জানুয়ারি মঙ্গলবার সকালে নারায়ণপুর বাজারে সমিতির কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত থেকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
নির্বাচনে সভাপতি পদে মো. ওয়ালীউল্লাহ (প্রতীক চেয়ার) ও মো. ওমর ফারুক প্রধান (প্রতীক মোমবাতি)। সহ-সভাপতি পদে মো. তাজুল ইসলাম (প্রতীক আনারস), মাসুদ প্রধান, (প্রতীক মাছ)। সাধারণ সম্পাদক পদে মো. ইকবাল হোসেন প্রধান (প্রতীক আম), মো. খোরশেদ আলম (প্রতীক মোবাইলফোন), মো. পারভেজ প্রধান (প্রতীক গোলাপফুল)। কোষাধ্যক্ষ পদে মো. রবিউল হোসেন (প্রতীক দোয়াত কলম), মনির চৌধুরী (প্রতীক দেয়ালঘড়ি)। সদস্য পদে মো. জামাল হোসেন (প্রতীক ফুটবল), মো. ইউসুফ প্রধান (প্রতীক মোরগ), জহির হোসেন (প্রতীক সিএনজি), মো. ইউসুফ হোসেন (প্রতীক বই), শাহাআলম( প্রতীক অটোরিকশা) এবং আব্দুর রাজ্জাক (প্রতীক চশমা) এর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এসময় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জাহিদ খান বাবু, সদস্য মো. শাহজাহান ও মকবুল হোসেনসহ শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; আগামী ২২ জানুয়ারি সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।