দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সংস্থাগুলোর মনিটরিংয়েও স্বস্তি ফিরছে না, কাঁচাবাজারে। অধিকাংশ সবজির দামই চড়া। সবজি বিক্রেতারা বলছেন-দেশের বিভিন্ন জেলায় অব্যাহত বন্যায় ফসল নষ্ট হওয়ার নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। ক্রেতারা বলছেন-ডিম, আলু ও পেঁয়াজের দাম বড় করে আলোচনায় আসলেও অন্য পণ্যে দামও অনেক বেশি।
এদিকে-সকালে রাজধানীতে বনানী কাঁচাবাজারে অভিযান পরিচালনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের টিম। অভিযানে পণ্যের বিক্রি মূল্য তালিকা টাঙানো ও অতিরিক্ত দাম নেয়া হচ্ছে কিনা তা তদারকি করা হয়। পরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব সুলতানা আক্তার বলেন-দাম নিয়ন্ত্রণের সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। এরইমধ্যে বেশ কিছু পণ্যের আমদানি শুল্কও কমিয়েছে সরকার। তবে রাতারাতি দাম নিয়ন্ত্রণে আসবে না, এজন্য প্রয়োজন কিছুটা সময়।