ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শাহরাস্তিতে এইচএসসি ৮৬.২৮, বিএম পরীক্ষায় পাশের হার শত ভাগ

শাহরাস্তিতে এইচএসসি ও (বিএম) পরীক্ষা- ২০২৪ ফলাফল প্রকাশিত হয়েছে।

Model Hospital

এতে ৩ টি ডিগ্রী কলেজ ও ১ টি সরকারি এবং ২ টি স্কুল এন্ড কলেজ সহ ৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ  গ্রহন করে। পরীক্ষায়  অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১হাজার ৩ শ’ ৪৮ জন। এতে কৃতকার্য হয় ১ হাজার ১ শ’ ৬৩ জন শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ – ৭৭ জন। পাশের হার  গড় ৮৬.২৮ ভাগ।এতে অকৃতকার্য হয় ১শ’ ৮৫  জন শিক্ষার্থী।

এবারের ফলাফলে চমক দেখায় নতুন স্থাপিত চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ। ওই কলেজের ৬৫  জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য  হয় ৬৩ জন, যার মধ্যে জিপিএ-৫,  পায় ৫ জন, পাশের গড়   ৯৬.৯২ ভাগ। ফলাফলের ২য় অবস্থানে  রয়েছে আরেক  সূচীপাড়া  ডিগ্রি কলেজ। ওই কলেজের ৪শ’১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে,  কৃতকার্য  হয় ৩শ’৭৪ জন,  জিপিএ-৫পায় ৪০ জন,পাশের গড় হার ৮৯.৬৯ ভাগ।ফলাফলের ৩য় অবস্থানে  রয়েছে ঐতিহ্যবাহী   মেহের ডিগ্রী কলেজ । ওই কলেজের ৩ শ৭২ জন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে,  কৃতকার্য  হয় ৩ শ ২১ জন, জিপিএ-৫পায় ১ ৫ জন,পাশের গড় হার ৮৬.২৮ ভাগ। ফলাফলে ৪র্থ অবস্থানে  রয়েছে  করফুলেন্নেছা কলেজ । ওই কলেজের ১ শ ৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য  হয় ১ শ ২৯ জন, যার মধ্যে জিপিএ-৫পায় ০৬ জন, পাশের হার গড় ৮৬.১২ ভাগ।ফলাফলে ৫ম অবস্থানে  রয়েছে চিতোষী ডিগ্রী কলেজ । ওই কলেজের ২ শ’৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, কৃতকার্য  হয় ২ শ’ ০৪ জন, যার মধ্যে জিপিএ-৫, পায় ১১জন, পাশের হার গড়  ৮৩.২৭ ভাগ।

এবার ৬ষ্ঠ অবস্থানে নেমে ফলাফল বিপর্যয়ের সম্মুখীন হন  খিলা স্কুল এন্ড কলেজ। ওই কলেজে ৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, এতে  কৃতকার্য  হয় ৭২ জন পাশ করে , পাশের হার গড় ৮১.৮২।  অপরদিকে একমাত্র এইচএসসি (বিএম)  শাখা চিতোষী  ডিগ্রী কলেজ কেন্দ্রে  ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৩  জন শিক্ষার্থী কৃতকার্য হয়।যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক   জিপিএ-৫ পায় ০৫ জন শিক্ষার্থী। পাশের  গড়  হার শতভাগ ।

ফলাফলের চমক দেখানো চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত ও কলেজ একাডেমিক এডভাইজার এবং রসায়ন বিভাগের অধ্যাপক মোঃ আবুল কালাম বলেন, আমরা আমাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে শিক্ষার্থীদের তৈরি করেছি। সন্তোষজনক ফলাফলে আমরা আনন্দিত ও গর্বিত।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আলী আশ্রাফ খাঁন জানান, এই জনপদে এবার প্রাকৃতিক বিপর্যয় বন্যা হওয়া সত্বেও এবারের এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফলে আমরা আনন্দিত।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শাহরাস্তিতে ১৫০ দিনে কোরআনে হাফেজ হলেন ফাহিম

শাহরাস্তিতে এইচএসসি ৮৬.২৮, বিএম পরীক্ষায় পাশের হার শত ভাগ

আপডেট সময় : ১০:২৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪

শাহরাস্তিতে এইচএসসি ও (বিএম) পরীক্ষা- ২০২৪ ফলাফল প্রকাশিত হয়েছে।

Model Hospital

এতে ৩ টি ডিগ্রী কলেজ ও ১ টি সরকারি এবং ২ টি স্কুল এন্ড কলেজ সহ ৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ  গ্রহন করে। পরীক্ষায়  অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ১হাজার ৩ শ’ ৪৮ জন। এতে কৃতকার্য হয় ১ হাজার ১ শ’ ৬৩ জন শিক্ষার্থী। যার মধ্যে জিপিএ – ৭৭ জন। পাশের হার  গড় ৮৬.২৮ ভাগ।এতে অকৃতকার্য হয় ১শ’ ৮৫  জন শিক্ষার্থী।

এবারের ফলাফলে চমক দেখায় নতুন স্থাপিত চেড়িয়ারা স্কুল এন্ড কলেজ। ওই কলেজের ৬৫  জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য  হয় ৬৩ জন, যার মধ্যে জিপিএ-৫,  পায় ৫ জন, পাশের গড়   ৯৬.৯২ ভাগ। ফলাফলের ২য় অবস্থানে  রয়েছে আরেক  সূচীপাড়া  ডিগ্রি কলেজ। ওই কলেজের ৪শ’১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে,  কৃতকার্য  হয় ৩শ’৭৪ জন,  জিপিএ-৫পায় ৪০ জন,পাশের গড় হার ৮৯.৬৯ ভাগ।ফলাফলের ৩য় অবস্থানে  রয়েছে ঐতিহ্যবাহী   মেহের ডিগ্রী কলেজ । ওই কলেজের ৩ শ৭২ জন জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে,  কৃতকার্য  হয় ৩ শ ২১ জন, জিপিএ-৫পায় ১ ৫ জন,পাশের গড় হার ৮৬.২৮ ভাগ। ফলাফলে ৪র্থ অবস্থানে  রয়েছে  করফুলেন্নেছা কলেজ । ওই কলেজের ১ শ ৬১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য  হয় ১ শ ২৯ জন, যার মধ্যে জিপিএ-৫পায় ০৬ জন, পাশের হার গড় ৮৬.১২ ভাগ।ফলাফলে ৫ম অবস্থানে  রয়েছে চিতোষী ডিগ্রী কলেজ । ওই কলেজের ২ শ’৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, কৃতকার্য  হয় ২ শ’ ০৪ জন, যার মধ্যে জিপিএ-৫, পায় ১১জন, পাশের হার গড়  ৮৩.২৭ ভাগ।

এবার ৬ষ্ঠ অবস্থানে নেমে ফলাফল বিপর্যয়ের সম্মুখীন হন  খিলা স্কুল এন্ড কলেজ। ওই কলেজে ৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, এতে  কৃতকার্য  হয় ৭২ জন পাশ করে , পাশের হার গড় ৮১.৮২।  অপরদিকে একমাত্র এইচএসসি (বিএম)  শাখা চিতোষী  ডিগ্রী কলেজ কেন্দ্রে  ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৩  জন শিক্ষার্থী কৃতকার্য হয়।যার মধ্যে সর্বোচ্চ সংখ্যক   জিপিএ-৫ পায় ০৫ জন শিক্ষার্থী। পাশের  গড়  হার শতভাগ ।

ফলাফলের চমক দেখানো চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাপস কুমার দত্ত ও কলেজ একাডেমিক এডভাইজার এবং রসায়ন বিভাগের অধ্যাপক মোঃ আবুল কালাম বলেন, আমরা আমাদের অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে শিক্ষার্থীদের তৈরি করেছি। সন্তোষজনক ফলাফলে আমরা আনন্দিত ও গর্বিত।

এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আলী আশ্রাফ খাঁন জানান, এই জনপদে এবার প্রাকৃতিক বিপর্যয় বন্যা হওয়া সত্বেও এবারের এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফলে আমরা আনন্দিত।