ঢাকা ১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
শাহরাস্তিতে পারিবারিক কবরস্থানে

চির নিন্দ্রায় শায়িত ডাক্তার মাহমুদ উল্যাহ সাইফ

চাঁদপুর বক্ষব্যাধী হাসপাতালের চিকিৎসক শাহরাস্তির কৃতিসন্তান ডাক্তার মাহমুদ উল্যাহ সাইফ ১৮ অক্টোবর , রোজ শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি চাঁদপুর বক্ষব্যাধী হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্য পরায়ন, সততা ও একাগ্রতার সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি স্বল্পভাষী এবং সদালাপী ছিলেন।সহকর্মীদের কাছে খুবই প্রিয় একজন মানুষ ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ডাঃ মাহমুদুল্লাহ সাইফ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন পূর্বে তাকে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড  হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে গতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের প্রথম জানাজা তার কর্মস্থল চাঁদপুর বক্ষব্যাধী হাসপাতাল প্রাঙ্গণে শনিবার বাদ জোহর অনুষ্ঠিত হয়। বাদ আসর তার গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলার পৌর ১২ নং ওয়ার্ডের নোয়াগাঁও ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
মৃত্যু কালে তিনি স্ত্রী, পিতা-মাতা, ভাইবোনসহ ২ছেলে সন্তান রেখে গেছেন।মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।জানাজায় আগত মুসল্লিগন তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ট্যাগস :

বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারকে আমেরিকা প্রবাসী মতলব সমিতির আর্থিক সহায়তা প্রদান 

শাহরাস্তিতে পারিবারিক কবরস্থানে

চির নিন্দ্রায় শায়িত ডাক্তার মাহমুদ উল্যাহ সাইফ

আপডেট সময় : ১০:১২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
চাঁদপুর বক্ষব্যাধী হাসপাতালের চিকিৎসক শাহরাস্তির কৃতিসন্তান ডাক্তার মাহমুদ উল্যাহ সাইফ ১৮ অক্টোবর , রোজ শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি চাঁদপুর বক্ষব্যাধী হাসপাতালের চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠাবান, কর্তব্য পরায়ন, সততা ও একাগ্রতার সহিত দায়িত্ব পালন করেছেন। তিনি স্বল্পভাষী এবং সদালাপী ছিলেন।সহকর্মীদের কাছে খুবই প্রিয় একজন মানুষ ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ডাঃ মাহমুদুল্লাহ সাইফ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছিলেন। কিছুদিন পূর্বে তাকে ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড  হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হয়ে গতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের প্রথম জানাজা তার কর্মস্থল চাঁদপুর বক্ষব্যাধী হাসপাতাল প্রাঙ্গণে শনিবার বাদ জোহর অনুষ্ঠিত হয়। বাদ আসর তার গ্রামের বাড়ি শাহরাস্তি উপজেলার পৌর ১২ নং ওয়ার্ডের নোয়াগাঁও ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
মৃত্যু কালে তিনি স্ত্রী, পিতা-মাতা, ভাইবোনসহ ২ছেলে সন্তান রেখে গেছেন।মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।জানাজায় আগত মুসল্লিগন তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।