‘দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্য হীন বাংলাদেশ’ এই স্লোগানে সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
শুক্রবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর এলাকায় বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. রাকিবুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারন সম্পাদক এমদাদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল মিজান প্রমুখ।
পরে বৃক্ষরোপণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী, পরিচ্ছন্ন অভিযান ও যুব ঋণের চেক বিতরন করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন যুব সংগঠন, উপকারভোগী সদস্যবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।